ইভান লিটভিনোভিচ একজন বেলারুশের জিমন্যাস্ট। এবারের প্যারিস অলিম্পিক্স থেকে ট্রামপোলাইন ইভেন্টে সোনা জিতে এক অন্যধরণের রেকর্ড গড়লেন। তিনিই হলেন প্রথম স্বর্ণপদক জয়ী, যিনি নিরপেক্ষ হিসেবে পদক তালিকায় নাম তুললেন। ফলে তাঁর এই সোনা কোনও দেশের তালিকায় উঠবে না। সবচেয়ে বড় বিষয়. পদক দেওয়ার সময় তাঁর দেশের জাতীয় সঙ্গীতও বাজেনি অলিম্পিকের আসরে। বরং সেই জায়গায় বাজানো হয় অলিম্পিক্স কমিটির এক বিশেষ সুর। পাশাপাশি ইভানের দেশের জাতীয় পতাকাও উত্তলন করা হয়নি তাঁর সোনা জেতার পর। কিন্তু কেন এমন হল? আসুন তাহলে বিশদে জেনে নেওয়া যাক এই অদ্ভুত কারণ সম্পর্কে।
প্যারিস অলিম্পিক্স শুরু হয়েছে প্রায় সাতদিন হল। পৃথিবীর সবচেয়ে বড় খেলাধুলার এই আসরে অংশ নিচ্ছেন কয়েক হাজার প্রতিযোগী। যাদের প্রায় প্রত্যেকেই কোনও না কোনও দেশের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে এমনও কয়েকজন প্রতিযোগী আছেন, যারা কোনও দেশের হয়ে নয় বরং নিরপেক্ষ হিসেবে অলিম্পিক্সে অংশগ্রহন করছেন। কারণ, তাঁদের দেশ বিভিন্ন রাজনৈতিক কারণে নিষিদ্ধ। সেই সমস্ত দেশের প্রতিশ্রুতিমান প্রতিযোগীদের এবার অংশগ্রহনের সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি বা আইওসি।। ফলে ওই সমস্ত প্রতিযোগী কোনও দেশের হয়ে নয়, বরং আইওসি-র বিশেষ ব্যানারে খেলতে নামছে। এমনই এক প্রতিযোগী ইভান লিটনোভিচ। যাঁর দেশ বেলারুশ এবার আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে নিষিদ্ধ। বিশ্ব ক্রীড়া সংস্থাগুলি বেলারুশ এবং রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর। উল্লেখ্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বেলারুশ রাশিয়াকে সাহায্য করছে বলেই অভিযোগ। তাই বেলারুশও আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে রাশিয়ার মতো নিষিদ্ধ হয়েছে।
সেই বেলারুশের জিমন্যাস্ট ইভান লিটভিনোভিচ গত টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন ট্রামপোলাইন ইভেন্টে। এবারও তিনি ওই ইভেন্টে হট ফেভারিট ছিলেন। তাই তাঁকে অলিম্পিক্স কমিটি সুযোগ দিয়েছে নিরেপক্ষ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার জন্য। আর সেই সুযোগই তিনি দারুনভাবে কাজে লাগালেন। প্যারিস অলিম্পিক্সেও ট্রামপোলাইন ইভেন্টে চিনা প্রতিযোগীদের পিছনে ফেলে সোনা জিতে নিলেন। আর সেই সঙ্গে গড়লেন এক অন্যধরণের রেকর্ডও। তিনিই অলিম্পিক্সের ইতিহাসে প্রথম প্রতিযোগী যিনি কোনও দেশের হয়ে নয়, বরং নিরেপেক্ষ হিসেবে পদক জিতলেন। ফলে পদক দেওয়ার সময় বেলারুশের জাতীয় পতাকা যেমন উত্তোলন করা হয়নি, তেমনই বাজানো হয়নি বেলারুশের জাতীয় সঙ্গীত। পদক তালিকায় বেলারুশের নামও লেখা হবে না। কিন্তু ইভানের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরেই। উল্লেখ্য, এবারের অলিম্পিক্সে উদ্বাস্তুদের একটি দলও প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাঁদের কেউ পদক তালিকায় নাম তুলতে পারেননি।
Discussion about this post