jহুহু করে বাড়ছে সবজির দাম। তালিকায় পেঁয়াজও। শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই আরও বাড়তে পারে পেঁয়াজের দাম। আশঙ্কা তেমনটাই। সূত্রের খবর, ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের দাম আগের তুলনায় আরও অনেকটা বেড়ে গিয়েছে। মাঝারি পেঁয়াজই ৭০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। সেখান একদম ছোট সাইজের পেঁয়াজ বিকোচ্ছে ৪০ টাকা প্রতি কেজি দরে। এদিন সকালে হুগলির আরামবাগে দেখা গেল এই ছবি। একই অবস্থা কলকাতারও। কলকাতার বাজারগুলিতে পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দামে চোখে জল মধ্যবিত্তের। বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। একটু ছোট সাইজের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কলকাতার বিভিন্ন বাজারগুলিতে। ৮ নভেম্বর থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। আর নয়াদিল্লি, মুম্বই ছাড়াও অন্যান্য শহরেও পেঁয়াজের দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে বলে খবর। সংবাদসংস্থা এএনআই–কে দু’জন ক্রেতা ড. খান এবং আকাশ বলেছেন, ‘পেঁয়াজ আর আদার দাম এখন দ্বিগুণ হয়েছে। তার ফলে সাংসারিক খরচ বেড়ে গিয়েছে। পাঁচ কেজি পেঁয়াজ কিনতে হয়েছে ৩৬০ টাকা দিয়ে। এখন বাজারে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে সেনসেক্স বাড়া ওঠার মতোই পেঁয়াজের দামও নেমে আসবে।’
Discussion about this post