পুজোর মুখে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ডিভিসির ছাড়া জলে প্লাবিত গ্রামের পর গ্রাম। জলের তলায় অন্তত কয়েক লক্ষ মানুষ। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে ২৮ জনের। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করে বন্যায় মৃতদের পরিবার-পিছু আর্থিক সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী৷ডিভিসির জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই প্লাবন নিয়ে শুরু থেকেই ডিভিসির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “বন্যায় যে ২৮ জনের মৃত্যু হয়েছে , তাদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে৷ বন্যায় ভেঙে গিয়েছে এমন ১-২ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে৷ এছাড়া, জল সরে গেলে কৃষকদের যে ফসলের ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার৷ এছাড়াও যারা কেন্দ্রের আবাস যোজনার ঘর পাননি তাঁদেরও বাড়ি তৈরির জন্য ১১ লক্ষ টাকা করে দেওয়া হবে৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেডবডি বাংলায় পাঠিয়ে দিচ্ছে। মালদায় একটা মৃতদেহ আনা যায়নি৷ মাথা ও দেহ আলাদা করে দিয়েছিল৷ পরিযায়ী শ্রমিক যারা মারা গিয়েছে, তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেবে সরকার। টাকাটা বড় কথা নয়, টাকা দিয়ে সব হয় না ৷ তবে ওই পরিবারগুলোর পাশে থাকা যায় কিছুটা।” এছাড়াও তিনি আরও বলেন, “বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জিআর চলবে, যতক্ষণ না অবস্থা স্বাভাবিক হচ্ছে। গ্রামীণ অঞ্চলের রাস্তা যা ভেঙে গিয়েছে, বিধায়কদের নির্দেশ দিয়েছি, রাস্তা সারাইয়ের জন্য বরাদ্দ টাকা সম্পূর্ণটাই খরচ হবে। এমপি খাতের এক কোটি টাকা স্কুল মেরামতি, আর চার কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ হবে। বাকি আমরা পঞ্চায়েত দপ্তর থেকে সার্ভে করে দেখে নেব।”
সাম্প্রতিক অতীতে গোটা ভারতকে নাড়িয়ে দেওয়া আর জি কর কাণ্ডে নতুন মোড়। কলকাতার এই নামী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরই...
Read more
Discussion about this post