শৈত্যপ্রবাহের পূর্বাভাস আগেই জারি করেছিল আবহাওয়া দফতর। এবার রাজ্যে রবিবার পর্যন্ত একটানা চলবে এই শৈত্যপ্রবাহ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ। কলকাতায় ১৫ ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশা। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের ৫ জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ চলবে জানালো হাওয়া অফিস।
পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে চলে যাবে তাপমাত্রা। ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় কুয়াশার সম্ভাবনা। উত্তরেও শৈত্য প্রবাহের অনুকূল পরিস্থিতি। জাঁকিয়ে শীত বাকি উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ই ডিসেম্বর পর্যন্ত। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা।
সকালে হালকা কুয়াশা। বেলায় ঝলমলে আকাশ। কলকাতায় সোমবার পর্যন্ত ১৫ ডিগ্রির নিচেই থাকবে পারদ। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা। পারদের তেমন কোনও পরিবর্তন নেই। শহরে জমিয়ে শীতের আমেজ। কলকাতাতে ১৪ ডিগ্রির ঘরে পারদ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। তারপর কিছুটা বাড়বে তাপমাত্রা।
কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৯ শতাংশ।
Discussion about this post