ফের তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ। বুদবুদে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে এসআই। ভিডিও পোস্ট করে তৃণমূল ও পুলিশের যোগসাজশের অভিযোগ তুলে সরব বিজেপি সাংসদ। ফেসবুকে এই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিতর্ক আরও উসকে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তৃণমূলের দলদাসে পরিণত হওয়া এই রাজ্য পুলিশের উপর মানুষ কীভাবে আস্থা রাখবে? যদিও বিজেপি সাংসদের এই কটাক্ষমূলক পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের ওই ব্লক সভাপতি।যে মঞ্চে তৃণমূল নেতা-পুলিশ অফিসার কে একসঙ্গে দেখা গিয়েছিল সেটি আসলে ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হয় একটি মঞ্চ। বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে রবিবার সন্ধ্যায় একটি ফুটবল প্রতিযোগিতা হয়। সেই উদ্বোধনী মঞ্চে ছিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ লালন। তাঁকে সেখানে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, তৃণমূল নেতার সংবর্ধনা মঞ্চে বুদবুদ থানার সেকেন্ড অফিসার হেমন্ত দত্ত বসে হাততালি দিচ্ছেন। সেই ভিডিয়ো পোস্ট করে সৌমিত্র খাঁ লিখেছেন, অধঃপতনের নতুন নজির তৈরি করল পশ্চিমবঙ্গ পুলিশ। এবার তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের ফুটবল টুর্নামেন্টের মঞ্চে কুখ্যাত ব্লক সভাপতি লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা গেল পুলিশ আধিকারিককে। মানুষ কী করে এরকম একটা ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকদলের মধ্যে কোনও ফারাক নেই? পশ্চিমবঙ্গ পুলিশকে দলের পদাতিক বাহিনীতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলেও পুলিশের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার আর ব়্যাগিং নয়, কাঠগড়ায় অধ্যাপক। পরীক্ষার খাতায় বেনিয়মের অভিযোগ। জানা গিয়েছে, খাতা না দেখে নম্বর...
Read more
Discussion about this post