অলিম্পিকের ইতিহাসে এমনই এক কিংবদন্তি ফ্লাইং ফিন । যিনি কয়েক ঘন্টার ব্যবধানে দুটি রেকর্ড করেছিলেন যা বলা যায় অবিশ্বাস্য। ১০০ বছর আগে এই প্যারিসেই বসেছিল সেই অলিম্পিকের আসর। অলিম্পিক এমন এক মঞ্চ যে মঞ্চে প্রমাণ করার খিদে বাঁচিয়ে রাখে সব অ্যাথলিট। এক একটা মুহূর্তে তৈরি হয় সাফল্যের হাসি ।আর তারপর মুহূর্তে তা বদলে যেতে পারে চোখের জলে ।শেষ পর্যন্ত লড়াই করেও কিংবদন্তি হতে পারি না সবাই ।আবার বিশ্বসেরা অ্যাথেলেট তৈরি হয় এই মঞ্চেই ।অলিম্পিকের ইতিহাসে এমনই এক কিংবদন্তি ফ্লাইং ফিন। যিনি কয়েক ঘন্টার ব্যবধানে দুটি রেকর্ড গড়েছে ছিলেন যা বলা যায় অবিশ্বাস্য। ১০০ বছর আগের এই প্যারিসে বসেছিল সেই অলিম্পিকের আসর। ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের আগেই অ্যাথলেট দুনিয়া প্রথম সারিতে ছিলেন পাভো নুরর্মি। ফিনল্যান্ডেরএই অ্যাথলিট ১৯২০ সালে আন্তেরোপ অলিম্পিকে ১০,০০০ মিটার, ক্রস কান্ট্রি রেস ও টিম ক্রস কান্ট্রি রেসে সোনা জিতেছিলেন।
৫০০০ মিটার প্রতিযোগিতার রূপো ও জয় করেন তিনি ।তাই প্যারিস অলিম্পিকে ফেভারিট ছিলেন নুরমি । ১৯২৪ সালে অলিম্পিকে পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেন নুরমি। টিম লিডাররা কিছু ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। শরীর নিতে পারবে না। কিন্তু জেদ করে তা শোনেননি নুরমি। বিপত্তি ঘটলো অন্য জায়গায় ।প্যারিস অলিম্পিকে সেবার দেড় হাজার ও ৫ হাজার মিটার ইভেন্ট একই দিনে ঘোষণা করা হয়। দুটি ইভেন্টের মধ্যে ব্যবধান মাত্র দু ঘন্টা ।একজন অ্যাথলিট দুটো ইভেন্টে পর পর কি করে কিভাবে করতে পারে তা নিয়ে বিতর্ক তৈরি হয় ।সেই চ্যালেঞ্জ হাসিমুখে গ্রহণ করলেন নুরমি। দেড় হাজার মিটার ইভেন্টেড ৩ সেকেন্ড আগে শেষ করে রেকর্ড গড়লেন। আর দু’ঘণ্টার মধ্যেই নামলেন ৫০০০ মিটার ইভেন্টে ।শেষ করলেন ৭.২ সেকেন্ড আগে। দুটি ইভেন্টেই তৈরি হল বিশ্ব রেকর্ড। শুধু এই দুটি ইভেন্টে সোনা নয়। সেই অলিম্পিকে মোট পাঁচটি শোনা যেতেন ফ্যান্টম ফিন। তিন হাজার মিটার টিম ইভেন্টে ও দুটি ক্রস কান্ট্রি ইভেন্টেও সোনা ছিল তাঁর। দুটি অলিম্পিকে তার পদক সংখ্যা ১২ তার মধ্যে ৯টি সোনা ও ৩টি রূপো।
Discussion about this post