রাজধানীতে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। গতকাল রোববার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের যাত্রাবাড়ীর ড: মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ অন্য কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অভিজিতের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি হয়। তবে ওই দিন বিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন শহীদ সোহরাওয়ার্দীসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার জের ধরে গতকাল ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, র্যাফ, এপিবিএন ও পুলিশের কয়েকশো সদস্য ছিলেন। তবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের আশপাশে দেখা যায়নি সেদিন। এই সংঘর্ষের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া চেষ্টা করেন। তিনটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয়রাও জড়িয়ে পড়েছিলেন বলে জানা যায়। আশপাশের স্কুলগুলোতে আক্রমণের আশঙ্কায় এলাকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবার সেই আবহেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ভাঙচুরের প্রতিবাদে সোমবারকে ‘মেগা মানডে’ ঘোষণা করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। রবিবারের ঘটনার জবাব দিতে আজ, সোমবার সকাল ৯টায় কলেজের প্রধান ফটকের সামনে সকল শিক্ষার্থীকে জড়ো হওয়ার জন্য প্রচার চালানো হয়। শিক্ষার্থীদের দাবি, ব্যক্তির দোষের দায়ভার পুরো প্রতিষ্ঠানের ওপর পড়তে পারে না। দেশের অন্যতম পুরোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেজন্য এর প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে অবস্থান নেন। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলেন।
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলল সে দেশের অন্তবর্তী সরকার। যদিও ভারতের তরফে...
Read more
Discussion about this post