সৌরভ গাঙ্গুলির তৈরী করা ভিতের উপর দাড়িয়ে, ধোনি তার রাজত্ব চালিয়ে গিয়েছেন। ধোনির বিস্তার করা সামরাজ্যে রোহিত ভারতের অধিপত্য কোন রকমে বজায় রেখেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি প্রাক্তন ক্রিকেটারদের এটা ভাবাতে বাধ্য করছে যে, যেভাবে ভারতীয় ক্রিকেটকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিনত করা হয়েছে, তাতে অচিরেই ভারতীয় ক্রিকেটে চরম সঙ্কট আসতে চলেছে। ধ্বংস হতে পারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। যে যে কারণে ভারতীয় ক্রিকেট ধ্বংসের মুখে। সেগুলি আলোচনা করা যাক। প্রথমত সকলে এটা মানতে বাধ্য যে ভারতীয় ক্রিকেটে প্লেয়ার তৈরী করার ফ্যক্টরী হল, ঘরোয়া ক্রিকেট। অর্থাৎ দিলীপ ট্রফি, মুস্তাক আলি, রনঞ্জি ট্রফির মত খেলাগুলি থেকেই ভবিষ্যতের খেলোয়াড়দের খুঁজে বার করা হয়। দ্বিতীয়ত ক্রিকেট সমঝদার কাউকে ক্রিকেটের মাথায় রাখা উচিৎ। কোন ব্যবসায়ী কখনই ক্রিকেটকে দীর্ঘমেয়াদী সাফল্য দিতে পারবেন না। আর এই সব কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড নিয়ে চরম ক্ষিপ্ত সুনীল গাভাস্কার, এই নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন ঘরোয়া ক্রিকেটকে একদমই গুরুত্ব দিচ্ছে না BCCI, এবং এর প্রধান কারণ হলো একসঙ্গে ভারত বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছে, যে ক্রিকেটার তৈরির ফ্যাক্টরি ভারতের এই ঘরোয়া ক্রিকেট, তাকে গুরুত্বই দিচ্ছে না বিসিসিআই, তার কারণ একই সময়ে একদিকে ভারত নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট খেলছে, ভারতের A দল এশিয়া কাপ খেলছে, আবার ভারতের একটা দল অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে গেছে, ভারতীয় এ দলের হয়ে, অন্যদিকে ভারতের একটা দল যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায়। সেটি শেষ হতে না হতেই ভারতের প্রধান দল উড়ে যাবে অস্ট্রেলিয়া বোডার গাভাস্কার ট্রফি খেলতে।অর্থাৎ এখন ভারতের গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট রঞ্জি চলছে, সেখানে ভারতের অন্ততপক্ষে ৬০ জন ভালো ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণই করলো না। এটা ভারতীয় ক্রিকেটের প্লেয়ার তৈরির ফ্যাক্টরিতে ক্ষতি। ডমেস্টিক ক্রিকেটের মান বেশ কিছুটা পড়ে যাবে এর ফলে।পাশাপাশি কিছু ক্রিকেটার একটু জনপ্রিয় হয়ে গেলে ঘরোয়া ক্রিকেটকে কিছু মনে করছে না, সে নিজেকে বিরাট বড় স্টার মনে করছে। তাই সে ঘরোয়া ক্রিকেট খেলছে না।এই বিষয়গুলির শীঘ্রই সমাধান না হলে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার তৈরির যে দীর্ঘমেয়াদী পদ্ধতি , সেটা আর বেশিদিন থাকবে না এমনটাই মনে করছেন গাভাস্কার। এর সঙ্গে যোগ হয়েছে ভারতীয় ক্রিকেটকে পুরোপুরি ব্যবসায়িক করে তোলার অপচেষ্টা।
পৌষেও বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও জারি। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত।...
Read more
Discussion about this post