রাজ্যজুড়েই তাপমাত্রা পরিবর্তন। সপ্তাহ শেষে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ পাবে রাজ্যের মানুষ। তবে রবিবারের পর ফের বাড়তে পারে তাপমাত্রা। দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফলে আবারও শীতের মাঝে বাঁধা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা হাওয়া অফিসের।
মৌসম ভবন জানাচ্ছে, আর কয়েক দিনের অপেক্ষা। তার পরই শীতের দাপট বাড়বে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অংশে, মধ্য ভারত এবং পূর্ব ভারতেও।
উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইছে। এর ফলে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীত বাধাপ্রাপ্ত হবে। দু-তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা।
দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ ও শনিবার। রবিবার থেকে পর পর তিন দিন দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ শুষ্ক আবহাওয়া। সকালে কুঁয়াশাচ্ছন্ন আকাশ। আগামী দুদিনে পারদ পতন হবে শহরতলি জুড়ে। আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Discussion about this post