লাগাতার বর্ষণ ও ডিভিসি-র ছাড়া জলে বানভাসি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ।এই অবস্থায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন আরজি কর ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। তাদের উদ্যোগে কেশপুরে খোলা হয়েছে “অভয়া ফুড রিলিফ ক্যাম্প”। একদিকে যখন আরজিকরের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। তখনই টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়ায় বানভাসি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।বিশেষ করে ঘাটাল দাসপুর কেশপুর ডেবরা পাঁশকুড়া পিংলা সহ খড়গপুর গ্রামীণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা দুর্গত মানুষকে সাহায্য করতে পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা এবং সংগঠন এবং স্থানীয় ক্লাব গুলি। বিস্কুট চিড়া মুড়ি সহ শুকনো খাবার সেই সঙ্গে ত্রিপল মেডিসিন সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র তারা পৌঁছে দিচ্ছেন দুর্গত মানুষদের। এবার এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ ও আর জি কর এর জুনিয়র ডাক্তাররা। শনিবার কেশপুরের টাবাগেড়িয়া এলাকাতে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়। দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় ৩০ জন জুনিয়র চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। তারা এদিন যেমন বানভাসি মানুষদের যেমন চিকিৎসা করেন সেই সঙ্গে বিনামূল্যে মেডিসিনও দেন। পাশাপাশি বন্যা দুর্গতদের খাদ্য দ্রব্য ও দেওয়া হয়।তাদের এই ক্যাম্পের ফলে উপকৃত হয় শতাধিক মানুষ। জুনিয়র চিকিৎসকেরা এই শিবিরের নাম দিয়েছেন অভয়া রিলিফ ক্যাম্প।
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post