সামনেই পুজো। হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। পুজোর সময় কেনাকাটি হোক, আন্দোলন প্রতিবাদে পথে নামা হোক কিংবা নিত্য দিনের অফিস যাত্রা,শহরের বিভিন্ন রাস্তায় হঠাৎ করে চোখে পড়ছিল ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ বড় বড় হরফে লেখা এমন পোস্টারের পাশে স্বস্তিকার চিন্তিত মুখ। যা দেখে ছবির প্রচারে আরজি করের আবেগকে কাজে লাগানো হচ্ছে, এমনই অভিযোগ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসলে এই পোস্টার ছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দেবের নিজস্ব প্রোডাকশন হাউজের আসন্ন ছবি টেক্কার প্রোমোশনাল হোর্ডিং। কুনাল ঘোষ গত বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে ‘টেক্কা’ ছবির পোস্টারটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর ঘটনা আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।” কুণাল ঘোষের মন্তব্য স্বস্তিকাকে নিশানা করে এমনটাই ধারণা করছিল সকলে। যদিও বাংলা সিনেমা জগতে অত্যন্ত ঠোঁট কাটা বলে পরিচিত স্বস্তিকা যে চুপ করে থাকবেন না সেটাও অনেকেই ধারণা করছিলেন আর সেই কথা কে সত্যি করেই একটি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে ইঙ্গিত করে কুনাল ঘোষের করা মন্তব্যের পাল্টা দিয়ে স্বস্তিকা বলেন, “ওনার অনেক সময় জীবনে। উনি যা ইচ্ছে বলুন। উনি হয়ত ছোট থেকেই এই শিক্ষাই পেয়েছেন যে মহিলাদের কীভাবে আক্রমণ করতে হয়। ওনার বাবা-মা হয়ত ওঁকে ওটাই শিখিয়েছেন। আর আমার বাবা-মা শিখিয়েছেন এগুলোতে গা না করতে। আর আমি অত বড় কেউ নই, যে ডিরেক্টার, প্রডিউসারদের সঙ্গে ঝগড়া করতে যাব। জিজ্ঞেস করব যে এই পোস্টার কেন দিলে? এটা আমার কাজও নয়।” পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায় আরও বলেন “উনি চাইলে টেক্কার প্রযোজক, পরিচালকের সঙ্গে এটা নিয়ে কথা বলতে পারেন। আর দেব তো ওনার দলেরই সাংসদ। তাই নিজেরা কথা বলে নিন না। আমাকে কেন মাঝখান থেকে কচুকাটা করছেন সেটাই বুঝতে পারছি না। হয়ত যে মেয়েরা সুন্দর, তাঁদের হয়ত কুণাল ঘোষ বেশি করে আক্রমণ করতে ভালোবাসেন। I’m very Beautiful, So It’s oK।” যদিও এই মন্তব্য পাল্টা মন্তব্যের তীর ছোড়াছুড়ির মধ্যেই রাতারাতি পাল্টে গেল টেক্কার হোর্ডিং। শুক্রবার রাতে বদল এল পোস্টারে। ‘আমার মেয়ে’ বদলে গেল ‘আমার অবন্তিকা’য়।নতুন পোস্টারে লেখা, ‘আমার অবন্তিকাকে ফেরাবে কে?’ পাশের পোস্টারে দেবের মুখ। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও প্রজাপতি সিনেমাতেও মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করার কারণে কুনাল ঘোষ এর সাথে একরকম বাক যুদ্ধ শুরু হয়েছিল অভিনেতা তথা তৃণমূলের সংসদ দেবের। এবার আবার টেক্কার হোডিং তরজা।
আর জি কর কাণ্ডে সরাসরি গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোষীদের এনকাউন্টারের নিদান দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এই বিষয়ে...
Read more
Discussion about this post