আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মামলা থেকে সরলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশের জায়গায় এবার থেকে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতিনামা আইনজীবী বৃন্দা গ্রোভার। আচমকা কেন তিলোত্তমার মামলা থেকে সরে গেলেন বিকাশ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ সেপ্টেম্বর। শুনানির আগেই মামলা থেকে সরে গেলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার সূত্রে জানা গেছে, তাঁরা চাইছেন মেয়ের মৃত্যুতে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে বিকাশ রঞ্জনের থেকেও আরও শক্তিশালী আইনজীবী মামলা লড়ুক। এছাড়াও বিকাশ রঞ্জন বাবু হাইকোর্টে প্র্যাকটিস করেন। মামলার জন্য দিল্লিতে যাওয়া তার পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই দুই কারনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনজীবী বদলের। মামলা থেকে সরে যাওয়া প্রসঙ্গে বিকাশ রঞ্জন সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই। মামলা হচ্ছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে।’ তবে প্রশ্ন উঠছে বিকাশের জায়গায় কে লড়বেন এই মামলা? জানা গিয়েছে, গ্রোভার এই মামলা লড়ার জন্য এক টাকাও পারিশ্রমিক নেবেন না। তিনি এর আগে একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলেরও সদস্য বৃন্দা গ্রোভার। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছেন তিনি। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও বৃন্দা গ্রোভারের বিশেষ ভূমিকা রয়েছে।
বই প্রেমীদের জন্য দুঃসংবাদ। ২৮ বছর পর কলকাতা বইমেলায় নাও থাকতে পারে বাংলাদেশের প্যাভিলিয়ন। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে এবার। কারণ...
Read more
Discussion about this post