প্রথমবার আই এস এলে খেলার সুযোগ পেয়ে ঘরের মাঠে প্রথম দুটো ম্যাচ জিততে না পারলেও মোহামেডানের খেলা কিন্তু ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। নর্থইস্ট এর বিরুদ্ধে আক্রমণের ফুল ফুটিয়ে অতিরিক্ত সময় গোল খেয়ে হারতে হয়েছিল মোহামেডান কে। তার পরের ম্যাচে গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও সেই অতিরিক্ত সময়ে গোল খেয়ে কাসিমভ আলক্সিসরা জেতা ম্যাচ হাতছাড়া করে ।বৃহস্পতিবার এই গোল খাওয়া আটকানোই মোহামেডান ফুটবলার কাছে বড় চ্যালেঞ্জ। চের্নিশভ বলেছেন,”এটা আমাদের কাছে প্রথম অ্যাওয়ে ম্যাচে তাই আগে থেকে নির্দিষ্ট পরিকল্পনা করে টিম মাঠে নামবে না কারণ আমরা চেন্নাইয়ের পরিবেশ পরিস্থিতি কিছুই জানিনা। ম্যাচ শুরুর পর পরিস্থিতি দেখে মাঠেই সিদ্ধান্ত নিতে হবে আমার বাকি ম্যাচ এগোনোর স্ট্যাটিজি। হোম বা অ্যাওয়ে যাই হোক না কেন আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ছেলেরা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছিল ।চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের চ্যালেঞ্জ। আই এস এলে এলে দুবার চ্যাম্পিয়ন চেন্নাই এফসি।এই মরসুমে প্রথম ম্যাচে উড়িষ্যা এফসির ঘরের মাঠে উড়িষ্যাকে ৩-২গোলে হারিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ নিজেদের ঘরের মাঠে খেলবে চেন্নাই এফসি। প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে মহামেডান তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা এখন সেটাই দেখার।
Discussion about this post