বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে একজোড়া মাইল ফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের খালেদ আহমেদকে আউট করে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করলেন বাঁ হাতি অলরাউন্ডার ।ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির বললেন তিনি ।টেস্টে ৩০০০ রান করার পাশাপাশি ৩০০ উইকেটও নিলেন জাদেজা। ৭৪তম ম্যাচ খেলতে নেমে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন ৫৪ তম টেস্টে ,হরভজন সিং ৭২ তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ।ভারতীয়দের মধ্যে টেস্টে ৩০০ উইকেট রয়েছে কপিল দেব ,জাহির খান এবং ইশান্ত শর্মার। টেস্টে ৩০০০এর বেশি রান রয়েছ জাদেজার। এক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম তার আগে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বোথাম। যিনি ৭২ তম টেস্টের ,৩০০০ রান এবং ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন। ইমরান খানকে টপকে গেলেন তিনি ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব যাদের যা ছাড়া রয়েছে কপিল এবং অশ্বিনের তারা যথাক্রমে ৮৩ তম এবং ৮৮ তম টেস্টে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন । টেস্টে ৩০০ উইকেট এর পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২২০ টি এবং টি-টোয়েন্টি উইকেট রয়েছে ৫৪টি।৩৫ বছরের ক্রিকেটারের গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অবসর নিয়েছেন। জাদেজা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯.২ ওভার বল করে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
Discussion about this post