আর জি কর মামলায় সোমবার শুনানিতে উঠে এল প্রভাবশালী তত্ত্ব। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এদিন আদালতে বিস্ফোরক দাবি করলেন। তাঁর দাবি ছিল, আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ৭ প্রভাবশালী এখনও হাসপাতালেই কর্মরত রয়েছেন। যার ফলে উদ্বেগ কাটছে না জুনিয়র ডাক্তারদের। সোমবার বেলাশেষে সুপ্রিম কোর্টে আর জি কর মামলা ওঠে। সেখানেই অবধারিতভাবে উঠেছে সম্প্রতি সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক ও নার্স নিগ্রহের ঘটনাও। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রভাবশালী তত্ত্বের উত্থাপন।
এদিন সাওয়াল-জবাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে সিবিআই যে তদন্ত শুরু করেছে তাতে ৭ জন প্রভাবশালী ব্যক্তি এথনও ওই হাসপাতালেই রয়েছেন। ফলে জুনিয়র ডাক্তারদের উগ্বেগ কাটছে না। তিনি আরও দাবি করেন, এটা কোনও সাধারণ ধর্ষণ ও খুনের মামলা নয়। কিন্তু গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর মেডিকেল কাউন্সিলের ৪ জন এখনও ওই হাসপাতালে কর্মরত। এরপরই তিনি ওই সাতজনকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানান। অন্ততপক্ষে তাঁদের ছুটিতে পাঠানো হোক বলেও দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, এটা না হলে জুনিয়র ডাক্তারদের আত্মবিশ্বাস ফিরবে কি করে।
আইনজীবী ইন্দিরা জয়সিংহের এই প্রশ্নে রাজ্য সরকারের আইনজীবী আদালতকে আশ্বস্ত করে বলেন, তদন্তকারী সংস্থা যদি নামের তালিকা দেয় তবে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। রাজ্যের আইনজীবী বলেন, কেউ যতই প্রভাবশালী হোক না কেন, সিবিআই নামের তালিকা দিলে পদক্ষেপ হবে। তবে তিনি আদালতকে জানান, পাঁচ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি জানতে চান, কোন পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে। পরে রাজ্যের তরফে পদক্ষেপ করার আশ্বাস দেওয়ার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। তবে ওই তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেটা জানা যায়নি।
Discussion about this post