প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালে সোমবার পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। প্রবল বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত নেপাল। নেপাল সরকার জানিয়েছে, বন্যা এবং ভূমিধসের জেরে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে ৮০ জন। বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছোতে পারছেন না উদ্ধারকারীরা। লাগাতার প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত নেপাল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। পাশাপাশি ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে হিমালয়ের কোলে থাকা ছোট্ট রাষ্ট্রটি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক জনপদ। গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। একাধিক শহর চলে গিয়েছে জলের তলায়। তার মধ্যেই শনিবার হড়পার সতর্কতা জারি করে নেপালের আবহাওয়া বিভাগ। রবিবার নেপাল সরকার জানিয়েছে, বন্যা এবং ভূমিধসের জেরে একাধিক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন প্রায় ১০০ জন, বলে সরকারি সূত্রের খবর।ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে জরুরি বৈঠকে করেন নেপালের কার্যকারী প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং। উদ্ধারকাজ আরও দ্রুত করতে নির্দেশ নিয়েছেন কার্যকারী প্রধানমন্ত্রী। বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছোতে পারছেন না উদ্ধারকারীরা। তার মধ্যে সমস্যা বাড়াচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। নেপালের পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি এএফপি কে জানিয়েছেন, এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার, মোটরবোট ও ভেলা ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post