বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর কয়েকটা দিন গভীর রাত পর্যন্ত মেট্রো চলাচল করে। এবারও যে তার অন্যথা হচ্ছে না সেটা জানানো হল। তবে এবার নতুন সংযোজন গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবাও গভীর রাত পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ উত্তর-দক্ষিণ মেট্রো পথে যেমন মধ্যরাত পর্যন্ত ট্রেন পাওয়া যাবে, তেমনই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তও মেট্রো পাওয়া যাবে। আসুন জেনে নেওযা যাক, পুজোর কটাদিন কখন থেকে শুরু হবে মেট্রো পরিষেবা, আর কতক্ষণই বা চালু থাকবে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা-
মহাষষ্ঠী অর্থাৎ ৯ অক্টোবর দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। অপরদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়।
অন্যদিকে মহাষষ্ঠীর রাতে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে রওনা দেবে রাত ১১টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১১টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ রাত ১২টা নাগাদ। আবার কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রোটি ছাড়বে রাত ১২টায়।
মহাষষ্ঠীর দিন সাধারণত অফিস-কাছাড়িতে ছুটি পড়ে যায়। ফলে সপ্তমীর দিন থেকে মেট্রো পরিষেবা চালু হবে দেরিতে। চলবে গভীর রাত পর্যন্ত। মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত তিনদিন দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর ১টায়। আবার দক্ষিণেশ্বরের দিক থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর ১টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর ১টা ০২ মিনিটে।
অন্যদিকে, রাতে শেষ মেট্রোটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে ছাড়বে রাত ১১টা বেজে ৪৮ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১১টা বেজে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১২টায় এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১২টায় ছাড়বে।
এসপ্ল্যানেড-হাওড়া ইস্ট ওয়েস্ট মেট্রো সার্ভিস –
চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মোট ১১৮টি সার্ভিস দেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে থেকে প্রথম ট্রেনটি পাওয়া যাবে সকাল ৭টায়। আর হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে। অপরদিকে রাতের শেষ মেট্রোটি এসপ্ল্যানেড থেকে রাত ৯টা ৪৪ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৫৪ মিনিটে ছাড়বে।
মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে প্রথম সার্ভিস পাওয়া যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। অপরদিকে হাওড়া ময়দান থেকে রাতের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১টা ৪৫ মিনিটে এবং এসপ্ল্যানেড থেকে রাত ১টা ৪৫ মিনিটে ছাড়বে রাতের শেষ মেট্রো। দশমীর দিন দুপুর ২টোয় শুরু হবে পরিষেবা। এবং রাতের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫০ মিনিটে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা –
চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ৭টা বেজে ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে। রাতের শেষ পরিষেবা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রাত ৯টা বেজে ৪০ মিনিটে ছাড়বে।
সপ্তমী অষ্টমী ও নবমীর দিন প্রথম সার্ভিস দুপুর ১টায় শিয়ালদা থেকে সেক্টর ফাইভের দিকে। আবার দুপুর ১টা ১০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদার দিকে ছাড়বে। রাতের শেষ মেট্রো সার্ভিস শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাত ১১টা বেজে ২০ মিনিটে পাওয়া যাবে।
Discussion about this post