:শ্রীলংকা বিরুদ্ধে ২-০ সিরিজ হার ।সেই হারের ধাক্কায় নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি ।নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার ভারত সফরে দলকে নেতৃত্ব দেবেন না। লাল বলের ক্রিকেটে কেউ ঈদের নেতৃত্ব দেবেন টম লাথাম ।১৬ই অক্টোবর থেকে শুরু ভারত নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। সাউদি দায়িত্ব ছেড়ে জানিয়েছেন যে ,দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন সাউদি। ন’টি টেস্টের নেতৃত্ব দিয়েছেন তিনি। দ্বিতীয় বার অধিনায়ক করা হয়েছিল তাঁকে ।সাউদি বলেন, “নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া আমার কাছে সব সময় স্পেশাল ,।এটা আমার কাছে খুব সম্মানের ।সব সময় চেষ্টা করেছি দলকে অগ্রাধিকার দিতে ।আমার এই সিদ্ধান্তও দলের জন্য ভালো বলে মনে করি ।দলের জন্য সবচেয়ে ভালো হবে আমি ফর্মে ফিরলে ।মাঠে নিজের সেরাটা দিতে চাই টেস্টে আরো উইকেট নিতে চাই”। ৩৫ বছরের সাউদি মোট ১৪ টি টেস্টে নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন ।ছয়টি টেস্টের দল জিতেছে ছটিতে হেরেছে ।দুটি টেস্ট ড্র হয়েছে। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার সময় বোলার সাউদি ভাল খেলতে পারেননি। তিনি এই ১৪ ম্যাচে নিয়েছেন মাত্র ৩৫ টি উইকেট ।শ্রীলংকার সফরে ৪৯ ওভার বল করে দুটি উইকেট নিয়েছেন তিনি দলের সেরা পেসার উইকেট না পাওয়ায় বারবার সমস্যায় পড়েছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post