পরপর তিনবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ ভারতের সামনে প্রথম দুবার জিততে পারেনি তৃতীয়বার ফাইনাল ওঠার সুযোগ পেলে ট্রফি জিততে চাইবেন রোহিত শর্মারা। ফাইনালে উঠতে গেলে কি করতে হবে না ভারতকে? বাংলাদেশের বিরুদ্ধে জিতে ১১ ম্যাচে ভারতের সংগ্রহ ৯৮ পয়েন্ট। ৭৪.২৪ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা শীর্ষে রয়েছে তাঁরা ।যদি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৩-০ফলে জিততে পারে তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে জায়গা প্রায় পাকা হয়ে যাবে। সে ক্ষেত্রে মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ জয় এবং দুটি ড্র করতে পারলেই লর্ডসের টিকিট পাকা হয়ে যাবে রোহিতদের কিন্তু ভারত যদি শেষ আটটি টেস্টের মধ্যে চারটিতে জেতে একটি ড্র করে এবং তিনটিতে হারে তাহলে রাস্তা কঠিন হবে ভারতের কারণ সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে সুযোগ থাকবে ভারতকে টপকে যাওয়ার। টেস্টে ভারত এখন এক নম্বর দল। ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে তারা এগিয়ে থেকেই নামবে ।যে দল শ্রীলংকার বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছে ভারত যে তাদের আরো বেশি বেগ দেবে তা বলাই যায়। বেঙ্গালুরু পুণে এবং মুম্বাইয়ে হবে তিনটি টেস্ট । সেই ম্যাচগুলি জিততে চাইবে ভারত । নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া বিরুদ্ধে পাঁচটি টেস্ট রয়েছে ভারতের ।সেই সিরিজ ঠিক করে দিতে পারে কোন দল ফাইনাল খেলবে। ভারত সব ম্যাচ চিত্রে ৮৫ পয়েন্ট ০৯ শতাংশ পয়েন্ট হবে আর কোন দলের পক্ষে সেইটে পৌঁছে যাওয়া সম্ভব নয় তবে ভারত ছাড়াও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া , শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post