ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল মধ্য এবং দক্ষিণাঞ্চলে প্রায় ১৮০টি মিসাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের হামলায় তেল আবিবে দু’জন আহত হয়েছেন। ইরানকে এই হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুমকি ইসরায়েলর। হামাস, হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে,ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে। অন্যদিকে যুক্তরাজ্য বলেছে, যুদ্ধে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা। শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র, হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ নেয়া হবে। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হেজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করেছে।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post