আজ থেকে দুবাই ও শারজায় শুরু ১০ দেশের বিশ্বকাপ ।অন্যতম ফেভারিট হিসেবে এগিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের চ্যালেঞ্জ জানাতে তৈরি আইসিসি ক্রমপর্যায়ে তিন নম্বরে থাকা হরমনপ্রীত কৌরের ভারত ।এ বছর এই ইউ এস এ এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। হরমনপ্রীতের টিম যদি রোহিতদের মতো বিশ্বকাপ জয় করতে পারে তাহলে একই বছরে পুরুষ ও মহিলা দুটো আইসিসি বিশ্বকাপ জেতার বিরল কৃতিত্বের অধিকারী হবে ভারত। আজ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্রুপে বি -তে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের ।গ্রুপ এ-তে পাকিস্তানের মুখোমুখি শ্রীলংকা ।ভারত নামছে কাল শুক্রবার দুবাইয়ে।প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই গ্রুপে ভারতের সঙ্গে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ,অস্ট্রেলিয়া বি গ্রুপে আছে বাংলাদেশ ,স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। বুধবার ক্যাপ্টেন ডে তে মিলিত হয়েছিলেন ১০ দেশের ক্যাপ্টেন সেখানে হরমানপ্রীত বলেছেন ,”বিশ্বকাপ সব সময় চাপ থাকবে ।কিন্তু আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে আমরা আমি খুশি ।সঙ্গে আরো বলেন ,”প্রতিটি দিনই আমাদের শেখার মত নতুন কিছু থাকে। অতীতে আমরা যা ভুল করেছি এই বিশ্বকাপে সেই ভুল আর করতে চাই না”। বিশ্ব জুড়ে মেয়েদের টি-টোয়েন্টি লিগ এখন জনপ্রিয় হচ্ছে ।ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন হরমানপ্রীত। বলেছেন ,”এর ফলে মেয়েদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে যা মেয়েদের ক্রিকেট এগিয়ে দিচ্ছে”। দুবাই ও শারজায় গরমের সঙ্গে মানিয়ে নিতে সব টিমকে সমস্যায় পড়তে হচ্ছে ভারত ব্যতিক্রম নয় ।তবে গ্রুপ লিগে পাকিস্তান ম্যাচ ছাড়া ভারতের সব ম্যাচে ভারতীয় সময়ের সন্ধে সাড়ে সাতটায় ।পাকিস্তান ম্যাচ ৬ই অক্টোবর বিকেল সাড়ে তিনটেয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post