বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে ভারত শুধু জয় পায়নি জন্ম দিয়েছে এক নতুন ক্রিকেট রণীতির। যে রণনীতির তুলনা চলে আসছে ইংল্যান্ড এর বাজবল ক্রিকেটের সঙ্গে যে ক্রিকেট ধরনকে মাইকেল ভনের মতো প্রাক্তন অধিনায়ক নাম দিয়েছেন ‘গ্যামবল’। ২০২২ সালে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হবার পরে টেস্ট ক্রিকেটে বিপ্লব এনেছিলে বেন স্টোকসের দল। আগ্রাসী ব্যাটিং করে বদলে দিয়েছিল টেস্টর চেহারা ।সেই বাজবল ক্রিকেট কে আরো একটি ধাপ উচ্চতায় নিয়ে গিয়েছেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। একটি পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, “ভারত মাত্র ৩৪. ৪ ওভারে ২৮৫ রান তুলে দিয়েছে। ওরা তো একেবারেই ইংল্যান্ডের রাস্তা অনুসরণ করছে। ভাবুন তো একবার, ভারত এখন ইংল্যান্ডের ক্রিকেটকে অনুসরণ করছে”। কোচ হিসেবে কানপুর ছিল গৌতম গম্ভীরের দ্বিতীয় টেস্ট। গম্ভীরের কোচিংয়ের যে অগ্রাসী ক্রিকেটটা খেলেছে ভারত তার সঙ্গে ম্যাককালামের কোচিংয়ে ইংল্যান্ডের খেলার মিল পেয়েছেন ভন । গম্ভীরের নামের থেকে ভারতের এই ক্রিকেট রণনীতির নাম দিয়েছেন ‘গ্যামবল’ ।কিন্তু ভন যেখানে মনে করেন ভারত ইংল্যান্ড কে অনুসরণ করছে সেখানে অস্ট্রেলিয়া প্রাক্তণ ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট আবার বেন স্টোকসের সতর্ক করে দিয়েছেন । ম্যাকলাম জমানায় দেখা গিয়েছে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের গড় রান ৪.৬৫ ।কোন অধিনায়কের নেতৃত্বে এত বেশি আগে ওঠেনি। এক টেস্টের নিরিখে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছিল ইংল্যান্ড ১০১ ওভারে তুলেছিল ৬৫৭ রান। রান রেট ছিল ৬.৫০ । কানপুর টেস্টের আগে এটাই ছিল টেস্টে এক ইনিংসে সর্বাধিক রান রেট। যা ভেঙে দেয় ভারত। কানপুরে প্রথম ইনিংসে আটের বেশি রান রেট রেখে রান করেছিল ভারত। ইংল্যান্ডের আরও একটি রেকর্ড বাংলাদেশের বিরুদ্ধে ভেঙে দিয়েছে রোহিত শর্মারা। এর আগে টেস্টের দ্রুততম ৫০ রান করার রেকর্ড ছিল ইংল্যান্ডের ।২৬ বলে ।কানপুরে ১৮ বলে দলগত ৫০ রানের রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। গ্যামবল নিয়ে আর অশ্বিন বলেছেন, গ্যামবল নিয়ে সমাজ মাধ্যমে চর্চা দেখলাম। ব্যাপারটা আকর্ষণীয় ।দলের ভালোর জন্যই রণকৌশল তৈরি করে কোচেরা। বাসিত আলি মনে করেন, “এই মুহূর্তে দুর্ধর্ষ ভারতকে অস্ট্রেলিয়া ছাড়া কেউ থামাতে পারবে না”।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post