এবারের আইএসএলে এটাই প্রথম কলকাতা ডার্বি। ম্যাচে খাতায়-কলমে সবুজ মেরুন ব্রিগেড এগিয়ে থাকলেও পারফরম্যান্সের বিচারে সাদাকালোই ফেভারিট ।প্রথম তিন ম্যাচে হার, ড্র, জয়ের সারণিতে আসা রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভের মোহামেডান টিমকে ঘিরে যেন দেবীপক্ষের আনন্দ।অন্যদিকে স্প্যানিশ কোচ হোসে মলিনার টিম আগের ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে ০ -৩ গোলে হারায় মোহনবাগান শিবিরে নবমী রাতের বিষন্নতা । প্রেস মিটে মলিনা কে থামতে হলো যখন তার দিকে উড়ে এলো প্রশ্ন। কুয়াদ্রাত চলে যাওয়ার পরে আপনিও কি চাপে ?চাপ কাটাতেই হাসিমুখে বললেন, কার্লেস কে নিয়ে আমি ভাবছি না ।আমি যে পথে চলেছি সেটাই সঠিক। তাই আমাকে নিয়ে কে কি ভাবছে সেটা দিয়ে ভাবা আমার কাজ নয়। আমি আমার কাজটা মরসুমে শেষ পর্যন্ত করে যেতে চাই। শুক্রবার সন্ধ্যের অনুশীলনের রক্ষণে ত্রুটি মেরামতে বেশি জোর দিয়েছিলেন মলিনা। পাশাপাশি দুই প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে মোহামেডানের রক্ষণ ভাঙ্গার মহড়াও সেরে রাখলেন। মলিনার কথায় ,মরসুমের শুরুটা ভালো করেছে মোহামেডান ।সব প্রতিপক্ষকেই চাপে ফেলে দিচ্ছে. মোহামেডানের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভালো খেলার বাড়তি মসলা মোহামেডান তো আবার আগের ম্যাচেই পেয়েছে। চেন্নাইয়ে চেন্নাইয়ান কে হারিয়ে আইএসএল এর প্রথম জয় তুলে নেওয়ায় দারুন চনমনে মোহামেডান শিবির। চের্নিশভ বলছিলেন, “বহু বছর ধরেই আমাদের সমর্থক কর্তা ফুটবলাররা আইএসএল এর প্রথম ডার্বি খেলার প্রতীক্ষা করছিল। কাল সেই প্রতীক্ষার অবসান। আমরা আকর্ষণীয় খেলে সমর্থকদের গর্বিত করতে চাই”। মোহামেডান গত তিন ম্যাচে আক্রমনাত্মক ফুটবল খেলে সকলের মন ভরিয়েছে। শনিবার রুশ কোচের আক্রমণের ঝড় থামাতে মলিনার পাল্টা হতে পারে ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাক ।চোট সারিয়ে ডিফেন্সে ফিরছেন আলবার্তো রডরিগেস। প্রথম একাদশে শুরু করতে পারেন আই এস এল এর সবচেয়ে দামি ফুটবলার ম্যাকলারেন। পর্দার পিছনে মলিনা আর চের্নিশভ কে ভাবেপরিকল্পনা করছেন তা ফাঁস হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post