টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া ।বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাঁকে ।কিন্তু হার্দিকের বোলিং নিয়ে খুশি নন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। অনুশীলনে হার্দিককে বাড়তি সময় দিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ বদল হয়,,, মেয়াদ শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিদের… তিনি আর কোচের দায়িত্ব পালন করতে রাজি হননি। জায়গায় খোঁজ করা হয়েছে গৌতম গম্ভীর কে… সেই সঙ্গে মরকেল কেউ বোলিং কোচ করা হয়। তার সামনে বোলিং শুরু করেছেন হার্দিক ।কিন্তু ভারতীয় অলরাউন্ডারের বোলিং দেখে খুশি নন মর্কেল । সেইসঙ্গে হার্দিককে রানআপ নিয়েও কাজ করতে শুরু করেছেন তিনি। মার্কেল খুব বেশি কথা বলেন না বলে শোনা যায়। কিন্তু গোয়ালিয়রের ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল অন্য ছবি। হার্দিকের সঙ্গে কথা বলেই চললেন। যতবার হার্দিক বল করার জন্য যাচ্ছিলেন ততবার তাকে কিছু বোঝাচ্ছিলেন ভারতীয় দলের বোলিং কোচ । বল করার সময় দৌড় থেকে বল ছাড়া সব কিছুই দেখিয়ে দিচ্ছিলেন। তবে শুধু হার্দিক নন মর্কেল কে ব্যস্ত থাকতে দেখা গেল আরশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব কে নিয়েও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post