পুজোর আগেই দারুণ শিবিরে খুশির খবর। দুটি ম্যাচ বাকি থাকতেই কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়ে গেল ইমামি ইস্টবেঙ্গল এফসি। ২০১৭ সালের পর লিগের ট্রফি ফের ঢুকবে লেসলি ক্লাডিয়াস সরণীর ক্লাবে। মঙ্গলবার আই এফ এর ডিসিপ্লিনারি কমিটির নেয়া সিদ্ধান্তে সুপার সিক্স এর মহামেডানের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। এর ফলে ডায়মন্ড হারবারের থেকে চার পয়েন্ট এগিয়ে গেল। শেষ ম্যাচে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল কে হারালেও কোন লাভ হবে না। সুপার সিক্সের ম্যাচে মোহামেডান ভূমিপুত্র নিয়ম-বিধি ভেঙেছিল ।নৈহাটিতে হওয়া ওই ম্যাচ ২-২ হয়েছিল। দুটি টিমই এক পয়েন্ট করে পায়। মহামেডানের ভুল নিয়ে প্রতিবাদ জানিয়েছিল ইস্টবেঙ্গল ।যদিও সেই প্রতিবাদ জানাতে পদ্ধতিতে ভুল রয়েছে বলেই মনে করেন ফুটবল মহল ।কারণ প্রতিবাদ জানাতে হয় ২৪ ঘন্টার মধ্যেই ১০০০ টাকা দিয়ে। ইস্টবেঙ্গল তা করেনি ।তারা অনেক পরে প্রতিবাদ করে ।পদ্ধতিতে ভুল থাকলেও আর এফ এর কর্তারা ইস্টবেঙ্গলের প্রতিবাদকে গুরুত্ব দেয়। আর ওই ম্যাচে ইস্টবেল কে তিন পয়েন্ট দিয়ে দেয়। আইএফ এর সিদ্ধান্তে চরম ক্ষুদ্ধ মোহনবাগান থেকে ডায়মন্ড হারবার এফ সি।, মোহনবাগান সচিব দেবাশীষ দত্তর স্পষ্ট কথা , ‘আইএফএ ইস্টবেঙ্গল কে লিগ পাইয়ে দেওয়ার জন্যই টুর্নামেন্টটা করে। আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি ,এবার আইএফএ শিল্ডে আমরা খেলব না’। ডায়মন্ডহারবার সচিব মানস ভট্টাচার্য এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং আইএফএ এরকম সিদ্ধান্ত নিলে তাদের নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post