যুগ বদলেছে মানসিকতা বদলাচ্ছে ভারতীয় ক্রিকেটে ও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন কোচ-গৌতম গম্ভীর। তা সে বোলারদের উপর নির্ভরতা প্রসঙ্গ হোক কিংবা টেস্টে একদিনে ৪০০ রান করা নিয়ে। ক্রিকেট ক্রমশ ব্যাটারদের খেলা হয়ে উঠছে, বোলারদের জন্য আর কিছুই নেই।এমন আশঙ্কাই প্রকাশ করেন অনেকে ।যদিও কোচ গৌতম গম্ভীদের দৃষ্টিভঙ্গি আলাদা।অন্তত টেস্ট ক্রিকেটে ক্ষেত্রে তো বটেই। তাঁর স্পষ্ট মত, বোলারদের যুগ ।ব্যাটারদের কাজ বড়জোর জেতার মত পরিস্থিতি তৈরি করা ।তিনি বলেন,”আগের সময় চলে গিয়েছে .!¡এখন বোলারদের যুগ। ব্যাটারা শুধু ম্যাচ তৈরি করবে । ব্যাটার নির্ভর আচরণ শেষ হওয়া দরকার”। বলবেন নাইবা কেন ?ভারতীয় দলের এখন রয়েছে যশপ্রীত বুমরা ,মহাম্মদ সিরাজ, আকাশ দীপের মত বোলার। চোট সারিয়ে ফেরার জন্য তৈরি মহম্দদ সামি ।উঠে আসছেন ময়ঙ্ক যাদবরা। গম্ভীর বলেছেন” যদি একজন ব্যাটার হাজার রান করে তার মানে এই নয় যে ম্যাচ জিতব। কিন্তু যদি একজন বোলার ২০টা উইকেট নেয় তাহলে সেই টেস্ট জেতার সম্ভাবনা৯৯%। টেস্ট হোক অন্য কোন ফরম্যাট ,বোলাররাই ম্যাচ আর টুর্নামেন্ট জেতাবে ।এই যুগে আমাদের ব্যাটারদের থেকেও বোলারদের নিয়ে বেশি কথা বলা উচিত আশা করি এই মানসিকতা বদলাবে”। গম্ভীরের স্পষ্ট বক্তব্য ,”আমরা এরকম একটা দল হতে চাই। যারা একদিনে ৪০০রান ও করবে আবার টেস্ট বাঁচাতে টানা দুদিন ধরে ব্যাট করে যাবে। সেই তো টেস্ট ক্রিকেটের মজা। আমাদের কাছে সেরকম ব্যাটার আছে যারা দুটোই করতে পারে। আমাদের প্রথম লক্ষ্য হলো ম্যাচ জেতা ।ড্র করা আমাদের কাছে দ্বিতীয় বা তৃতীয় পছন্দ। আমি সবসময়ই চাই বেশি ঝু ঝুঁকি নিয়ে খেলতে তাতে সাফল্য পাওয়ার সুযোগ বেশি যদি আমাদের ব্যাটারটা একদিনে ৪০০-৫০০ রান করতে পারে তাহলে কেন আটকাব। তাতে হয়তো একদিনে ১০০ রানেও আউট হয়ে যেতে পারি। কিন্তু আমরা এভাবেই মনোরঞ্জন করতে চাই”।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post