ইস্টবেঙ্গল না মোহনবাগান এই প্রশ্ন এড়াতে থেকে পারলেন না স্বয়ং অমিতাভ বচ্চন ।বলিউডের ‘শাহেনশা’ হিসেবে প্রতিপত্তি থাকলেও কলকাতায় দীর্ঘ সময় কাটিয়েছেন। বিবাহ সূত্রে আবার বাংলার জামাই ও তিনি। তাই চিরাচরিত প্রশ্ন থেকে রক্ষা পেলেন না তিনিও। নিজেই নিজের পছন্দ খোলসা করলেন। সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’ ষোড়শতম সিজন চলাকালীন হুগলী নিবাসী বাঙালি যুবক বাচ্চুর সাঁতরার সঙ্গে আলাপচারিতায় ক্রিকেট ভালো লাগে বলে অমিতাভকে জানান বাচ্চু। এতে অমিতাভ জানার জানতে চান বাচ্চু কখনো ফুটবল খেলেছেন কিনা। নিজেই জানান বাঙ্গালীদের ফুটবল নিয়ে এমন প্রশ্ন করা উচিত নয় ,কারণ বাঙালি মাত্রই ফুটবল খেলেছেন। তাই বাচ্চুর পছন্দের ক্লাব কোনটি জানতে চান অমিতাভ। জবাবে বাচ্চু জানান মোহনবাগানের ভক্ত। তিনি। এতে অত্যন্ত খুশি হন অমিতাভ। বলেন ,”আরে সাবাস! আমিও মোহনবাগানের সমর্থক। অমিতাভ মোহনবাগানের সমর্থক জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাচ্চু ।অভিনয় জীবনের প্রবেশের আগে কলকাতায় দীর্ঘ সময় কাটিয়েছিলেন। কলকাতা নিয়ে প্রায়শই সুতি চালানোর রূপদান তিনি তাই তাঁর জবাবে অবাক হয়নি কেউই। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতার দুই স্বনামধন্য ফুটবল ক্লাব ।দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে যত না রেষারেষি তাদের সমর্থকদের মধ্যে রেষারেষি হাজার গুন বেশি। বিগত ১০০ বছরেরও বেশি সময় ধরে এমনটাই চলে আসছে ।কলকাতায় থাকাকালীন অমিতাভ ফুটবল নিয়ে এই উন্মাদনা সাক্ষী থেকেছেন বলেই মনে করেছেন করছেন তাঁর অনুরাগীরা। তাকে বলতে শোনা যায় ,”আমাকে প্রথম চাকরি দেওয়ার জন্য তোমাকে সেলাম কলকাতা,। কলকাতাকে আরও সেলাম কারণ জয়ার প্রথম ছবি ‘মহানগর’, যার পরিচালক সত্যজিৎ রায় ।কলকাতার আরো বেশি সম্মান প্রাপ্য কারণ শহরের শৈল্পিক সত্তা বহুত্ববাদ ,সাম্যের কথা বলে তাই বাংলা এত স্পেশাল আমার কাছে”।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post