শারদ উৎসব শেষ। এবার শহরে ফুটবল উৎসব। আইএসএল এর কলকাতা ডার্বির দিন যত এগিয়ে আসছে ফুটবল প্রেমীদের উন্মাদনা তত বৃদ্ধি পাচ্ছে। মোহনবাগান দুই দলের ফুটবল লড়াই ১৯ অক্টোবর ডার্বির প্রস্তুতিতে ব্যস্ত ।সমর্থকরা ব্যস্ত টিকিট কিনতে। অনলাইনে পাশাপাশি কাউন্টার থেকেও বিক্রি হচ্ছে আই এস এল এর বড় ম্যাচের টিকিট। অনলাইনে সংশ্লিষ্ট সংস্থা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে কাটা যাচ্ছে টিকিট। অনলাইনে ৩০০,৩৫০ ,৪০০ ও ৫০০ টাকা টিকিট পাওয়া যাচ্ছে। পাশাপাশি ১৬ই অক্টোবর বুধবার কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। উনিশে অক্টোবর পর্যন্ত চারদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত নির্দিষ্ট কাউন্টার থেকে কলকাতা ড্রাইভিং টিকিট কিনতে পারবে ফুটবলপ্রেমীরা। চারদিন এই সময় দুদলের সমর্থকরা টিকিট কিনতে পারবেন নিজেদের ক্লাব তাঁবু থেকে। ইস্টবেঙ্গল সমর্থকরা টিকিট কিনতে পারবেন রবি হাসপাতালের মোড়ের কাউন্টার থেকেও ।এছাড়া ১৬ থেকে ১৮ অক্টোবর সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টাপর্যন্ত ষ্ট সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে। মোহনবাগান সমর্থকের ১৬ থেকে ১৮ অক্টোবর টিকিট পাবেন সল্টলেক স্টেডিয়াম এর ৪ নম্বর গেটের বক্স অফিস থেকে। এবারের আইএসএলে পারফরমেন্স এখনো পর্যন্ত অত্যন্ত হতাশা জনক চারটি ম্যাচ খেলে সবগুলি হেরেছে লাল হলুদ ব্রিগেড একমাত্র পয়েন্ট পাইনি। অন্যদিকে সংগ্রহ সাত পয়েন্ট তালিকা সবুজ ব্রিগেড রয়েছে চতুর্থ স্থানে।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post