লিওনের মেসির অসামান্য কীর্তি জোরে বলিভিয়াকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা ।বিশ্বকাপ কোয়ালিফায়ারে হেসে খেলেই ১ নম্বরে লিওলেন স্কোলানির টিম। হ্যাটট্রিক, করেন তার সঙ্গে জোড়া গোলের পাস, আনন্য অবদান রাখলেন মেসি। ১৯ মিনিটে মেসির গোলেই শুরু হাফ ডজনের তালিকা। বিরতির ঠিক আগেই লাউতারো মার্টিনেজ ও খুলিয়ান আলবারেসের গোলে ৩-০ তিয়াগো আল মাদা ৪-০ করেন ৬৯ মিনিটে। মেসির বাকি দুটো গোল ৮৪ ৮৬ মিনিটে ।মোনুমেন্তাল স্টেডিয়ামে এই দিন স্কোলানির আর্জেন্টিনা ছিল প্রায় নিখুঁত ।৭৯৫ টি পাস খেলে ৯৩ শতাংশ সঠিক। ১৪ টি শটের দশটি দলিল লক্ষ্যে বল পজিশন ৭৩ শতাংশ মাল্টিন্যাশনাল পাস এসেছিল মেসির পা থেকে। এই হ্যাট্রিকে মেসির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আন্তর্জাতিক ফুটবলের দশটি হ্যাটট্রিক এখন দুজনেরই ।তাছাড়া ১১২ গোল করে মেসির আন্তর্জাতিক গোলের তালিকা পেরিয়ে গেলেন ইরানের আলী দায়ি কে। এখন মেসির সামনে শুধু রোনালদো ১৩৩ গোল। ক্যারিয়ারে মেসির মোট গোলের সংখ্যা এখন ৮৪৬। ৩৭ বছর বয়সে মেসির পারফরমেন্সের অভিভূত কোচ স্কোলানির মন্তব্য,” মেসি এখনো অবাক করে” তবে ম্যাচের পর মেসির মন্তব্যে হওয়ার পালা ভক্তদের। মেসি বলেছেন, “আমি জানি এই ম্যাচগুলি আমার শেষ ম্যাচ হয়ে যেতে পারে”। আর্জেন্টিনা তারকার ব্যাখ্যা ,”আমার ভবিষ্যৎ নিয়ে কোন ডেড লাইন ঠিক করিনি। আমি এই মুহূর্তগুলো উপভোগ করছি ।আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ এখন ।সবাই আমাকে যেভাবে ভালবাসছেন তাতে আমি অভিভূত”।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post