একটি ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে এবারের আইপিএলের আগেই সৌরভের বদলে নতুন ডিরেক্টর অফ ক্রিকেট নিয়োগ করবে দিল্লি। দায়িত্ব দেওয়া হবে ভারতের প্রাক্তন ক্রিকেটার বেনুগোপাল রাওকে । ২০০৫ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ভারতের হয়ে ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন বেনুগোপাল। ২০১৯ সালে দিল্লির মেন্টর ছিলেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন তিনি। সেই দায়িত্ব শেষ হওয়ার পর ২০২৩ সালে দিল্লি ডিরেক্টর অফ ক্রিকেট অন সৌরভ। তবে একটি সূত্রে জানা গিয়েছে দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক পুরো শেষ হচ্ছে না ।দিল্লির মহিলাদের আইপিএল দল দলের দায়িত্বে থাকবেন তিনি। রিপোর্টে আরো জানানো হয়েছে, দিল্লির নতুন কোচ হিসাবে হেমঙ্গ বাদানির নাম প্রায় পাকা । আগে থেকেই এই দলের সঙ্গে বাদানি ও বেনুর যোগাযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতেই ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ও আমেরিকায় মেজর দলের সঙ্গে ছিলেন তাঁরা। সেই কারণে দুজনের উপর ভরসা রেখেছে দল । তাঁরাই নাকি বাকি সাপোর্ট স্টাফ বেছে নেবেন। তবে এখনো কারো নাম ঘোষণা করা হয়নি। । চলতি বছরেই আইপিএলের নিলাম তার আগে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানাতে হবে দলগুলিকে। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণা করতে হবে নাম। জানা গিয়েছে অধিনায়ক ঋষভ পন্থ, অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও স্পিনার কুলদীপ যাদব কে ধরে রাখতে পারে দিল্লি। তাঁদের মধ্যে পন্থকে ১৮ কোটি, অক্ষরকে ১৪ কোটি ও কুলদীপকে ১১ কোটি টাকায় ধরে রাখা হতে পারে। এই তিন ক্রিকেটার ছাড়া দুই বিদেশি জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসকে দলে রাখার চেষ্টা করবে দিল্লি।টাকায় ধরে রাখা হতে পারে । তাঁদের জন্য তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post