মাত্র ৩১.২ওভারে গুটিয়ে যাওয়ার পরে নিউজিল্যান্ডের ব্যাটারা যখন ফ্রিজে তখন উঠেছে রোদ ।বল নড়ছে না সিম মুভমেন্ট অনেকটাই কমে গিয়েছে ।পরিস্থিতি কাজে লাগিয়ে ধোনির প্রিয় ওপেনার চেন্নাই সুপার কিংস এরপর ডেভন কনওয়ের ব্যাট থেকে এল ১০৫ বলে ৯১ রানের ইনিংস। দিনের শেষে কিউইরা ১৮০ -৩ । তার আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারতীয় দল। মেঘলা আবহাওয়া, সিমিং কন্ডিশন নিউজিল্যান্ডের পেসারদের সামনে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দেশের মাঠে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। সবমিলিয়ে তৃতীয় ।তাও টসে জিতে ব্যাট করার অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে। গোটা ইনিংসে পাঁচটা ০ ।দুই অঙ্কের রানে পৌঁছেছেন শুধু যশস্বী জয়সওয়াল ১৩ রান এবং ঋষভ পন্থ২০ রান। সাউদি হেনরি বা ওরুরকে এই তিন পেসার এমন হাতে গরম কন্ডিশন পেলে বল হাতে ভয়ংকর হয়ে উঠতে পারেন, এই আন্দাজ হাতে টিম ম্যানেজমেন্টের ছিল কিন্তু উপযুক্ত প্রস্তুতি ছিল না। বুকেতে চরিত্র বুঝে নিজেদের মানিয়ে নেওয়ার আগেই ম্যাট হেনরি ,উইলিয়াম ওরুরকে আর টিম সাউদি নিয়ন্ত্রিত লেন্থ আর বলের মুভমেন্টে এফোঁড় ওফোঁড় করে দেন করে ভারতীয় ব্যাটিং কে। আজ ভারতের প্রধান লক্ষ্য ছিল অন্তত ২৫০রানে মধ্যে নিউজিল্যান্ডকে আউট কর। রচিন রবীন্দ্রর অনবদ্য সেঞ্চুরি মাধ্যমে শেষ হয় ৪০২ রানে। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাট শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত চা পানের বিরতির আগে ভারত বিনা উইকেটে ৫৭ রান তুলেছে। আগামী দুদিন খেলার ফলাফল কেমন হয় এখন সেটাই দেখার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post