সাম্প্রতিক অতীতের ফাটল ভরতে চলেছে। ফের ভারতের সঙ্গে সুসম্পর্কে মলদ্বীপ। এবার মালদ্বীপে চালু হতে চলেছে ভারতের তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। রবিবারেই এই বিষয়ে দ্বীপরাষ্ট্রের মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মলদ্বীপে ইউপিআই চালুর আগে সেই দেশের সব ব্যাঙ্ক, টেলিকম সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তথ্যপ্রযুক্তি সংস্থাকে কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থার অধীনে আনা হবে। ভারতীয় ইউপিআই ব্যবস্থা চালু হলে সেখানকার ডিজিটাল অর্থনীতির পরিকাঠামো আগের থেকে অনেকটা উন্নত হবে। এর ফলে সার্বিক ভাবে অর্থনীতি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলেই আশা করছে মুইজ্জুর সরকার। দেশে ইউপিআই চালু করার পাশাপাশি একটি কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থা চালু করার সিদ্ধান্তও নিয়েছেন মুইজ্জু। মালদ্বীপের সমস্ত ব্যাংক, টেলিকম সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও তথ্যপ্রযুক্তি সংস্থাকে ওই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। মালদ্বীপে ইউপিআই চালু করার বিষয়ে অর্থ মন্ত্রক, প্রযুক্তি মন্ত্রক সহ একাধিক মন্ত্রককে নিয়ে একটি দল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে মন্ত্রিসভা অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রীর একটি প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। এর আগে মুইজ্জু ভারত সফরের সময় মলদ্বীপে রুপে কার্ড চালু করেছিল নয়াদিল্লি। মলদ্বীপে প্রতি বছর যে ভারতীয় পর্যটকেরা যান, তাঁদের আর্থিক লেনদেনের সুবিধার জন্য এই কার্ড চালু করা হয়েছে। এতে সুবিধা হবে ভারতে আসা মলদ্বীপের পর্যটকদেরও।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post