:, তিনটি আইসিসি ও পাঁচটি আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসন্ন আইপিএলে আদৌ অংশগ্রহণ করবেন কি না তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। কারণ একে তো তার বয়স, ধোনি এখন ৪৩ বছরের যুবক। দ্বিতীয় বিষয় হলো তার অবসরের ভাবনা ।আর এরই মাঝে ধোনিকে ১০ ওভারের ক্রিকেটে দেখার স্বপ্নে বিফোর আবুধাবি টি-টেন লিগ। । টি-টেন গ্লোবাল স্পোর্টস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাজিউল মুলুক বলেছেন, যেহেতু প্রথম সারির ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের আইপিএলের বাইরে আর কোথাও খেলার অনুমতি নেই, সেহেতু আমি তাদের কথা ধরছি না ।তবে সম্প্রতি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের কথা ভাবছি ।তারা সকলেই ভারতীয় ক্রিকেটের বিরাট নাম। তারা টি-টেন খেলতে আসছেন ।অবশ্যই আমি আশা করতে পারি যে এমএস ধোনি টি -টেন খেলতে আসতে পারেন ।যদি তিনি মনে করেন ।রবিন উথাপ্পা, সুরেশ রায়না ও ইরফান পাঠানদের মতো ধোনির প্রাপ্তন সতীর্থদের দেখছে এই লীগ! চলতি বছর আবুধাবি টি-টোয়েন্টি কে মোট ১৫৯ জন আন্তর্জাতিক মেগাস্টার অংশগ্রহণ করছে ।যা লিগের সবচেয়ে বড় মরসুম হতে চলেছে। ১১ টি দেশের ক্রিকেটার অংশ নিচ্ছেন দিকে, যা এই টুর্নামেন্ট কে প্রকৃত অর্থে গ্লোবাল করে তুলেছে। ২০জন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ১৭ জন খেলবেন সংযুক্ত আরব অমিত শাহির হয়ে। রয়েছেন শ্রীলংকার ১৫ জন পাকিস্তানের ১৪জন আফগানিস্তানের ১১ জন ইংল্যান্ড থেকে ৯ জন জিম্বাবুয়ে থেকে ৫ জন বাংলাদেশ থেকে ৩ জন অস্ট্রেলিয়া থেকে ত জন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে আরও দুজন করে আসছেন আবুধাবি লিগ মাতাতে।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post