নভেম্বরে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। অষ্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল ।তার আগে ঘোষিত হল ভারতীয় ‘এ’ দল। সেই দলে আছেন অবাধ্য ঈশান কিষান ।বহুদিন পর ভারতের ক্রিকেটে প্রত্যাবর্তন হল তাঁর ।বাংলা থেকে তিন ক্রিকেটার আছেন এই দলে। ভারত এ দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়ার। এর আগে এশিয়ান গেমসে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস এর মত দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার ।সেই সঙ্গে রঞ্জিত ট্রফিতে মহারাষ্ট্রের অধিনায়ক ঋতুরাজ। মুম্বাইয়ের সঙ্গে সদ্য সমাপ্ত ম্যাচের তাঁর দল হারলেও সেখানে সেঞ্চুরি করেছেন। ফলে ভারত এ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধেই। অন্যদিকে বাংলা দল থেকে প্রত্যাশা মত সুযোগ পেয়েছেন তিনজন। সম্প্রতি দুরন্ত ছন্দে আছেন অভিমুন্য ঈশ্বরণ। তিনি ভারতের এ দলের সহ অধিনায়ক । এছাড়া মুকেশ কুমার ও অভিষেক পোড়েলকেও দলে নেওয়া হয়েছে। যদিও আলোচনার অনেকটা জুড়েই আছেন ঈশান কিষান।গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর আর আর ডাক পাননি জাতীয় দলে। আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ছিল তার বিরুদ্ধে ।এমন কী বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন ।তবে সম্প্রতি তিনি ভালো ফর্মে আছেন। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ঈশান কেমন খেলেন সেদিকে ও নজর থাকবে। ভারত এ দলের প্রথম ম্যাচ ৩১ অক্টোবর ম্যাকেতে। ৭ই নভেম্বর থেকে দ্বিতীয় ম্যাচ হবে মেলবোর্নে। দুটি ম্যাচই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। তারপর পার্থে মূল ভারতীয় দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post