আগামী কমনওয়েলথ গেমসে প্রায় অর্ধেক হয়ে গেল ভারতের পদক জয়ের সম্ভাবনা ।কারণ একাধিক খেলাকেই ছেঁটে ফেলা হয়েছে ২০২৬ এর কমেন্ট গেমস থেকে ।তার মধ্যে রয়েছে হকি ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং , কুস্তি, ক্রিকেটের মত একঝাঁক খেলা ।এই সমস্ত খেলাগুলোতে ভারত ভালো ফল করেছে আন্তর্জাতিক মঞ্চে।কিন্তু আসন্ন কমনওয়েলথ গেমসে এই খেলাগুলি না থাকার কারণে ভারতের প্রদেশের সম্ভাবনা সংখ্যা অনেকটাই কমবে। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে গত বছর থেকেই চলছে বিতর্ক ।বিপুল খরচের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ ।শেষ পর্যন্ত ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গ্লাসগোকে। উল্লেখ্য,২০১৪ সালে এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস ।তবে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিলেও প্রথম থেকেই বাজেটে কাঁচি চালানোর পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল গ্লাসগো। আশঙ্কা ছিল একাধিক খেলাকে এবারের প্রতিযোগিতা থেকে বাদ দেয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এর মধ্যে হকি নাম শোনা গিয়েছিল জল্পনায়। গ্লাসগো প্রশাসনের দাবি এই প্রতিযোগিতা গুলো বাদ দিলে ওটা প্রতিযোগিতা আয়োজনের সময় কমবে, খরচও বাঁচবে ।শেষ পর্যন্ত বাজেট কমাতে একাধিক খেলা ছেঁটে ফেলা হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমসে। মাত্র ১০ টি খেলা কে রাখা হয়েছে এই প্রতিযোগিতায়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে গ্লাসগো গেমসের সূচি ।২৩ শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা ।,.
দেখা যাচ্ছে বাদ পড়ার তালিকায় রয়েছে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি ,ক্রিকেট, স্কোয়াশের মত একাধিক খেলা। উল্লেখ্য২০২২ কমনওয়েল গেমসে ২২টি সোনা সহ ৬১টি পদক জিতেছিল ভারত। তার মধ্যে ৩৮ টি এসেছিল আসন্ন কমনওয়েল গেমসে বাদ পড়া খেলা গুলো থেকে ।অর্থাৎ ২০২২ সালে ভারতের পদকের সংখ্যা পদক জয়ের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল।
Discussion about this post