: এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এর ডাবলসে ব্রোঞ্জ জিতে দিন কয়েক আগেই ইতিহাস গড়েছিলেন ।এবার ফের সাফল্য এলো বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের ঝুলিতে ।সোমবার মারমাগা৺ও ন্যাশনাল রাংকিং টিটিতে সোনা জিতলেন তিনি ।সুতীর্থার পাশাপাশি পুরুষদের সিঙ্গেল সোনা জিতেছেন এক বাঙালি। উদীয়মান টিটি তারকা অঙ্কুর ভট্টাচার্য জিতে নিলেন সোনার পদক। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এর রেশ ধরেই ন্যাশনাল রাঙ্কিং টিটিতে নেমেছিলেন সুতীর্থা।একের পর এক রাউন্ড টপকে ফাইনালে তিনি মুখোমুখি হন যশস্বিনী ঘোরপাড়ের। ফাইনালে ৪-২গেমে জিতে যায় সুতীর্থা। মাঝে দুইগেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কাম ব্যাক করেন তিনি। অন্যদিকে পুরুষদের সিঙ্গেলস বিভাগের ফাইনালে পৌঁছান বাংলার তরুন চিঠি তারকা অঙ্কুর ভট্টাচার্য এবার ন্যাশনাল এর রেংকিং তৃতীয় শুরুর দিকে একের পর এক তারকাটি খেলোয়ার হেরে গিয়েছিলেন তাই ফাইনালে দেখা গিয়েছিল একেবারে তরুণ দুই মুখকে। ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রতিপক্ষকে উড়িয়ে দেন অংকুর ।৩ -১ ফলে জিতে সোনার পদক পেলেন বাংলার তারকা।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post