এক বছর পর ফুটবলে ফিরছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার দা সিলভা। একসময়ে লিওলেন মেসি , ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এক আসনের উচ্চারিত হতো পেলের উত্তরসূরীর নাম। কিন্তু চোট আঘাতেই নেইমারের ক্যারিয়ারের অনেকটাই সময় নষ্ট করে দিল। তিনি মাঠে থাকেন কম আর রিহ্যাবে থাকেন বেশি। চোটের কারণে এক বছর মাঠের বাইরে থাকা ফুটবল স্টার এবার ফিট। তৈরি ঝলসানোর জন্য। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত পিএসজিতে খেলে নেইমার চলে এসেছিলেন আল হিলালে। ৭৮ মিলিয়ন পাউন্ডে এসেছিলেন মরু দেশের ক্লাবে। গত বছর অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েই তিনি ছিটকে গিয়েছিলেন ফুটবল থেকে। চোট পাওয়ার আগে নেইমার আল হিলালের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন। করেছেন একটি গোল ও তিনটি অ্যাসিস্ট। এএফসি চ্যাম্পিয়ন লিগে আল আইনের বিরুদ্ধে নামছে আল হিলাল ।সেই ম্যাচেই ফের দেখা যাবে নেইমারকে ।আল হিলালের তরফেই নেইমারের অনুশীলনের ভিডিও পোস্ট করা হয়েছে ।নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হতে চলেছে ।তবে তার কাছে সুযোগ থাকবে আরো এক বছর চুক্তি বাড়ানোর ।তবে সবটাই পারফরমেন্স ও ফিটনেসের উপর নির্ভর করছে। গত অক্টোবরে উরুগুয়ে ২-০ গোলে ব্রাজিলকে বিশ্বকাপের বাছাইয়ের খেলায় হারিয়েছিল প্রথমার্ধের শেষ দিকে হাঁটুতে মারাত্মক চোট নিয়ে মাঠ ছেড়ে ছিলেন নেইমার কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি ক্রাচে ভোট দিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল অ্যান্টেরিয়র ক্রুসিয়েন্ট লিগামেন্ট রাফি এসিএল চোট লেগেছিল তাঁর। নেইমার চোট প্রসঙ্গে বলেছিলেন ,”আমি প্রচন্ড ব্যথা অনুভব করেছিলাম সেই মুহূর্তে ।আমি তখনই বুঝে গিয়েছিলাম যে ,এটি গুরুতর ছিল। আমার জীবনের সবচেয়ে বেশি চেয়েছি ফুটবল খেলতেই ।ফুটবল মাঠ থেকে দূরে থাকার কষ্ট প্রতিদিন পেয়েছি। এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি যতবার আহত হয়েছি ততবারই উঠেছি কিন্তু অর্ধেক পথে ফিরিনি”।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post