রঞ্জি ট্রফিতে একই দিনে জোড়া রেকর্ড চেতেশ্বর পূজারার। সৌরাষ্ট্রের হয়ে দ্বিশত রান করে নজির গড়লেন তিনি। তার আগে শতরানের নিরিখে টপকে গেছেন ব্রায়ান লারা কে। ছত্রিশগড়ের বিরুদ্ধে খেলছে সৌরাষ্ট্র। সোমবার চতুর্থ দিনে পূজার দ্বিশত রান করেন ৩৪৮ বলে। মেরেছেন ২২ টি চার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮টি দ্বিশত রান হলো তার। রঞ্জিত ট্রফিতে দ্বিশতরান করলেন নয়টি। পূজারা ছুলেন পরেশ ডোগরাকে। ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বেশি দ্বিশত রান চেতেশ্বর পূজারার। তিনটি দ্বিশত রান করেছেন ভারতের হয়ে খেলার সময়। প্রথম শ্রেণীর ক্রিকেটের দ্বিশতরানের তালিকায় পূজারা টপকে গিয়েছেন হারবার্ট স্যাটক্লিফ এবং মার্ক রামপ্রকাশকে। দুজনেই ১৭ টি করে দ্বিশতরান করেছেন। পূজারার আগে রয়েছেন এলিয়াস হেনড্রেন ২২ টি ওয়ালি হ্যামন্ট ৩৬ টি এবং ডন ব্র্যাডম্যান ৩৭ টি। তার আগে পুজারা টপকে গিয়েছিলেন ব্র্যায়ান লারাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বেশি শত রানের তালিকায় ওপরে উঠে এসেছেন। তিনি ৬৬ টি শতরান রয়েছে তাঁর। ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। সবচেয়ে বেশি ৮১ টি করে শত রান রয়েছে শচীন টেন্ডুলকার এবং সুনীল গাভাস্কারের। ৬৮ টি শতরান নিয়ে দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় ।তবে সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক পিছিয়ে পূজারা। সবার উপরে থাকা জন হবসের রয়েছে ১৯৯টি শতরান।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post