চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। তিনি সরে যাওয়ার পরে সেই শূন্যস্থান এখনো ভরাট হয়নি। ফলে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে ফের যদি ওয়ার্নার কে দেখা যায় ২২ গজে, সেটা দারুন এক চমক হতে চলেছে। প্রয়োজন মনে হলে অবসর ভেঙে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে ফিরতে রাজি জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। দেশের এক সংবাদ মাধ্যমে এদিন ওয়ার্নার বলেছেন ,”আমি সব সময় তৈরি আছি একবার ফোন করলেই চলবে এই সিরিজ সব দিক থেকে অস্ট্রেলিয়ার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে । বোর্ড যদি মনে করেন আমাকে প্রয়োজন, অবশ্যই ফিরে আসবো। ভালো খেলতে পারছিলাম না বলে অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন যদি দল পরিচালক সমিতি আমাকে চায় ফিরে আসতে লজ্জা বোধ করব না”। ওয়ার্নার যখন অবসর ভেঙে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তখন লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক কামিংস জানিয়েছেন তার মূল চিন্তা চোট সারিয়ে ফেরার ঋষভ পান্থকে নিয়েই। অস্ট্রেলিয়া বোলাররা দুই তরুণ যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল কতটা গুরুত্ব দিচ্ছে ?প্রশ্নের উত্তরে কামিংস বলেন ,”গিলের বিরুদ্ধে খুব বেশি খেলিনি আইপিএলের খুব কম দেখা হয়েছে ।খেলাও যতটুকু দেখেছি সেই আইপিএলেই ।তবে দুজনের বয়স কম ।কয়েকটি প্রতিযোগিতায় রানও করেছে। অস্ট্রেলিয়াতে ওদের ভালো করে দেখার ও বোঝার সুযোগ পাবো। ভারতের বিরুদ্ধে শেষ কয়েকটি টেস্ট সিরিজ সবসময় ভাগ্য আমাদের সহায় হয়নি তবে অস্ট্রেলিয়ায় আমরা সবসময়ই ভালো খেলি যা আমাদের গর্বিত ও করে”।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post