ফের অশান্ত ঢাকা। শেখ হাসিনা দেশ ছাড়ার আড়াই মাসের মাথায় এবার তাঁর মনোনীত রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে সরানোর দাবিতে উত্তাল সে দেশের রাজধানী। বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। সেইসময় গুলি চালানো হয়। তার জেরে এক ছাত্র-সহ দু’জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। রাষ্ট্রপতির বাসভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু হয়। রাত গড়াতেই শয়ে শয়ে বিক্ষোভকারীরা বঙ্গভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে। তাদের আটকাতে নামে পুলিশ ও সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ ও গ্রেনেড ছুড়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষে। ছাত্রদের এই আন্দোলন শুরু হয় সোমবার মাঝরাত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মাঝরাতে পড়ুয়ারা সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সমাবেশ করে। একই দাবিতে সভা হয় জাহাঙ্গীর নগর, বেহম রোকেয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের আরও দাবি আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সবদিক গিয়ে এক দিকে ঠেকেছে বাংলাদেশ। চিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। চিন সফরে গিয়ে তিনি ভারতকে...
Read more
Discussion about this post