ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। একইভাবে শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতের দিকে শিয়ালদার ডিভিশনার রেলওয়ে ম্যানেজার অফিসিয়াল ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে। সেগুলি সিংহভাগই শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ছাড়ে। এই ট্রেন বাতিলের ফলে দক্ষিণ শাখার যাত্রীদের যাত্রা বিঘ্নিত হবে। সাইক্লোনের তীব্রতা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এই সময়ে কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত, দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকেও শিয়ালদহর উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। একই সঙ্গে জানানো হয়েছে, এই সময় চলবে না শিয়ালদা-হাসনাবাদ ও শিয়ালদা-বারাসাত শাখার ট্রেনও। শিয়ালদা দক্ষিণ শাখার যে প্রান্তিক স্টেশনগুলি আছে, সেখান থেকে আরও আগেই লোকাল ট্রেন ছাড়া বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ট্রেন ছাড়বে না। অন্য দিকে পূর্ব রেল জানিয়েছে, ইস্ট-কোস্ট রেলের অনুরোধে পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন বুধ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পুরীগামী বেশ কয়েকটি ট্রেন। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস। শিয়ালদা সাউথ ডিভিশনের প্রায় ১৬০ টি ট্রেন বাতিল করা হচ্ছে। রাজ্য সরকারের তরফেও ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দ্বিতীয় অস্ত্রের খোঁজে খালে ডুবুরি নামানো হয়েছে। সকাল থেকে চলছে তল্লাশি। কসবা...
Read more
Discussion about this post