মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলে বেশ কয়েকটা ঘূর্ণিঝড় সামলে ফেললেন। এর আগে আমপানের সময়ও তিনি রাতভর নবান্নের কন্ট্রোল রুমে সময় কাটিয়েছেন। এবার আসছে ঘূর্ণিঝড় ডানা। এবারও তিনি সারা রাত নবান্নে থাকবেন বলে জানিয়ে দিলেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকালের মধ্যে স্থলভাগ স্পর্শ করবে ঘূর্ণিঝড় ডানা। তাই বৃহস্পতিবার রাতে তিনি নবান্নেই থাকবেন। যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমূখ ওড়িশার দিকে। তবে এর ভালোই প্রভাব বাংলার উপকূলীয় এলাকায় পড়তে চলেছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সেই কারণে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আর সেই কন্ট্রোল রুমেই সারা রাত থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, উপকূলের নীচু এলাকা থেকে ৩ লক্ষ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে নিরাপদ এলাকায় সরানো হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৩৩৭ জনকে। মোট ৮৫১টি ত্রাণশিবির খোলা হয়েছে, তাতে ইতিমধ্যেই ৮৩ হাজার ৫৪৭ জন আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, বাংলার উপকূলে ল্যান্ডফল হবে না বলে যারা ভাবছেন কিছু হবে না, এটা ভুল। তাঁর কথায়, ‘অনেকে বলছেন ধামরার দিকে যাবে। এদিকে কিছু হবে না। কিন্তু এটা ঠিক নয়। সব থেকে দামী হচ্ছে মানুষের জীবন। এটা জীবন বাঁচানোর লড়াই। আমি রাতে আজ নবান্নে থাকব। উদ্ধারকারী দল কাজ করবে। আমি সবটা মনিটারিং করব”।
পাশাপাশি তিনি দিঘা বা সাগরদ্বীপের সৈকতে থাকা পর্যটকদের অনুরোধ করেন, এলাকা খালি করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশ যে এলাকাগুলি খালি করে দেওয়ার অনুরোধ করছে, সেগুলিকে মান্যতা দিন। একই সঙ্গে মৎস্যজীবীদেরও সতর্ক করলেন সমুদ্রে না যাওয়ার জন্য। পাশাপাশি নবান্ন-সহ জেলাগুলিতে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, তাতে যেন সকলে সঠিক তথ্যই জানান সেই অনুরোধও এদিন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য থেকে সাবধান থাকা উচিৎ। এটি মানুষের জীবন বাঁচানোর খেলা। প্রসঙ্গত নবান্নের হেল্পলাইন নম্বরটি হল, (০৩৩) ২২১৪৩৫২৬ এবং টোল ফ্রি নম্বর হল ১০৭০।
Discussion about this post