ইতিহাস তৈরি করলেন অর্জুন ।ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হিসেবে ২৮০০ পয়েন্ট পেলেন তিনি। ইউরোপিয়ান ক্লাব কাপে অর্জুন এরিগাইসি পরাস্ত করেন গ্র্যান্ড মাস্টার ত্রিমিত্রি আন্দ্রইকিন কে। এই ম্যাচে জয় এর পরেই তার রেটিং ২৮০২.১ পয়েন্ট হয়ে যায়। এই পয়েন্টের সঙ্গে সঙ্গেই তিনি জায়গা করে দিলেন দাবায় বিশ্বে তিন নম্বর স্থানে। অর্জুন এরিগাইসি এই সাফল্যের সঙ্গে ভারতের পাঁচবারের বিশ্ব চেস চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের সঙ্গে জায়গা করলেন। আনন্দ প্রথম ভারতীয় যিনি ২৮০০পয়েন্টের বাধা টপকে ছিলেন। ২০০৮ সালের এপ্রিল মাসে তিনি ২৮০০ পয়েন্টের মালিক হন। সেই সময় তিনি বিশ্বের এক নম্বর হন। এখন অর্জুন পর্যন্ত সেই পথ অনুসরণ করলেন। অর্জুন এরিগাইসি বলেন,’ শক্তিশালী বিপক্ষকে হারানোয় ভালো লাগছে এবং ২০১৮ পয়েন্টটা বাড়তি বোনাস’। ফিডের সিইও বলেন,’ “একটা সত্যিকারের মাইলস্টোন। অনেক বছর পর কোন দাবাড়ু ২৮০০ পয়েন্ট পার করছেন। ডেটিং এ ১৫ জন প্লেয়ার এটা পার করেছেন ।অর্জুন যেটা করেছে সেটা মুগ্ধ করার মত”। অর্জুনের পর ২৮০০ পয়েন্টের ক্লাবে প্রবেশের দৌড়ে এগিয়ে ডি-গুকেশ। ২০১৮ পয়েন্ট এ অর্জুনের যাত্রা একটা বড় পাওনা চলতি মাসের শুরুতে তিনি ২৭৯৭ পয়েন্টে যান ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টের তার টানা সফল এনে দেয় ৫.১ পয়েন্ট। সঙ্গে তিনি পার করলেন ২৮০০ পয়েন্টের বাধা। এই দ্রুতগতিতে তার উত্থানের ফলে তাকে ভবিষ্যতে তারকা হিসেবে দেখছেন সকলে । শেষ সাত মাসে তিনি ৬৬ পয়েন্ট। অর্জন করেছেন
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post