: ঋতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বে ভারতের এ দল পৌঁছে গেল অস্ট্রেলিয়ায়। আর কদিন পর ৩১ অক্টোবর থেকে ভারত এ টিম খেলবে অজিদের বিরুদ্ধে ।ইন্ডিয়া এ টিমের এই অস্ট্রেলিয়া সফর সর্বশেষ হবে ১৭ তারিখ। তারপর ২২নম্বর থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া গাভাস্কার বর্ডার ট্রফি। বৃহস্পতিবার ভারতীয় দল অস্ট্রেলিয়া পাড়ি দেয় এবং ইতিমধ্যেই তারা সেখানে পৌঁছে গিয়েছে। ৩১ অক্টোবর থেকে ভারত এ এবং অস্ট্রেলিয়া এই দলের চার দিনের ম্যাচ শুরু হবে এরপর ৭ থেকে ১০ নভেম্বর মেলবোর্নে হবে দুদলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। আর তারপর ১৫ থেকে ১৭ নভেম্বর রয়েছে স্কোয়াড ম্যাচ। ঋতুরাজ গায়কোয়াড় নাকি অভিমন্যু ঈশ্বরণ কে হবে অজি সফরের ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন ?তা নিয়ে জোর আলোচনা হয়েছিল। ভারতীয় ক্রিকেট মহলে। ঋতুতে আস্থা রেখেছে বোর্ড। অভিমুন্য ঈশ্বরণকে ভারতীয় এই দলের সহধিনায়ক করা হয়েছে। ভারত এ টিমের এই অজি সফরে উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান কিষান ও অভিষেক পোড়েল। রঞ্জিত ট্রফি তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ , মুকেশ কুমার এবং অভিষেক পোড়েল কে পাবে না বাংলা।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post