বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে যার নাম নেওয়া হয়, যাকে মাঠে কোন বলার কটুউক্তি করার সাহস দেখান না, সেই তারকা ব্যাটার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বারবার। তার এই ব্যাটিং বর্থতা চিন্তায় রেখেছে ভারতকে। বিশেষ করে সামনে অস্ট্রেলিয়া সফর। বিরাটের মত ব্যাটার যদি বারবার ব্যর্থ হয়, তাহলে নতুন ব্যাটারদের মধ্যে তার খারাপ প্রভাব পড়তে বাধ্য। নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র এক রান করে আউট হয়েছেন। আবারও স্পিন বলে আউট হয়েছেন। ব্যর্থতার পর স্বাভাবিক ভাবেই আবার সমালোচনার শিকার হয়েছেন কোহলি। তাঁকে আক্রমণ করেছেন সঞ্জয় মঞ্জরেকর এবং অনিল কুম্বলে।প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রান পেলেন না কোহলি। ৯ বলে ১ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হয়েছেন। তবে খারাপ শট খেলার জন্য, নিজেকে ছাড়া আর অন্য কাউকে দোষ দেওয়ার উপায় নেই বিরাটের।গত তিন বছরে এশিয়ার মাটিতে ২৬ ইনিংসে ২১ বার স্পিনারদের বলে আউট হয়েছেন কোহলি। স্পিনারদের বিরুদ্ধে এই সময়ে তাঁর গড় মাত্র ২৮। বাঁ হাতি স্পিনারদের বিরুদ্ধে ১০ বার আউট হয়েছেন। শুক্রবার যাঁর বলে আউট হয়েছেন সেই স্যান্টনারও বাঁ হাতি বোলার। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলি আর এক স্পিনার গ্লেন ফিলিপসের বলে ফিরে গিয়েছিলেন।এশিয়ায় গত তিন বছরে কোহলি স্পিনারদের বিরুদ্ধে মাত্র ৬০৬ রান করেছেন। গড় মাত্র ২৮.৮৫। টেস্ট ক্রিকেটে নয় হাজারের বেশি রান অথচ স্পিনারদের বিরুদ্ধে গড় ২৮.৮৫,যা বিরাটের জন্য লজ্জার আর ভারতের জন্য চিন্তার।এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মঞ্জরেকর। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “বিরাট নিজেই বুঝতে পারবে যে, ক্রিকেটজীবনের সবচেয়ে খারাপ শট খেলে আউট হয়েছে ও। ওর জন্য খারাপ লাগতে বাধ্য। কারণ ক্রিকেট মাঠে বিরাটের আগ্রাসন এবং জেতার খিদে থাকে প্রবল।”কোহলিকে ছেড়ে কথা বলেননি কুম্বলেও। তাঁর মতে, কোহলির উচিত ছিল ঘরোয়া ক্রিকেটে খেলা। বলেছেন, “কোনও ম্যাচের একটা-দুটো ইনিংস হলেও ও সাফল্য পেত। অনুশীলনের থেকে অনেক বেশি কার্যকরী কোনও ম্যাচ খেলা। বাকিদের থেকে এগিয়ে থাকা যায়। কোহলি যদি মনে করে ঘরোয়া ক্রিকেটে ওর খেলা উচিত এবং দল যদি অনুমতি দেয় তা হলে নিশ্চয়ই খেলতে পারে। তবে আমার মনে হয় না স্পিনের বিরুদ্ধে ওর ব্যর্থতার এটাই একমাত্র কারণ।” নভেম্বরেই অস্ট্রেলিয়া সফর। তার আগে বিরাট সহ গোটা দলের পারফরমেন্স নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post