সম্ভাবনা ছিল সেটাই সত্যি হল। অস্ট্রেলিয়া বিরুদ্ধে পাঁচটি স্টেট সিরিজে ভারতের ১৮ জনের স্কোয়াডের সুযোগ পেলেন বাংলার অভিমুন্য ঈশ্বরণ সম্প্রতি রঞ্জি ও দলিপ ট্রফিতে চারটি সেঞ্চুরি এসেছে অভিমন্যুর ব্যাট থেকে।তারই পুরস্কার পেলেন। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে নেওয়া হয়েছে অভিমন্যুকে। ২২ শে নভেম্বর থেকে শুরু গাভাস্কার- বর্ডার ট্রফি । অস্ট্রেলিয়া বিরুদ্ধে ফ্লাগশিপ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম গাভাস্কার -বর্ডার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। নেটে চলতি ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট চলাকালীন অজিত আকার কার্ডের জাতীয় নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ জনকে বেছে নিলেন। মুকেশ কুমার ,নবদীপ সাইনি ,খলিল আহমেদ দলের সঙ্গে যাবেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। অস্ট্রিয়া সফরে বড় ধাক্কা মহম্দদ সামির না থাকা। এখনো পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। একই সঙ্গে চোটের জন্য ১৮ জনের টিমে নেই চায়না ম্যান বোলার কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনে টেস্টের সুযোগ পেয়ে বাজিমাত করা ওয়াশিংটন সুন্দর রয়েছেন টিমে। বাংলার দ্বিতীয় সদস্য হিসেবে আছেন পেশার আকাশদীপ। বাংলার পেসার মুকেশ কুমার রিজার্ভ টিমে। নেই অক্ষর প্যাটেল মায়াঙ্ক যাদব। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা ।বহুদিন পর বাংলার হয়ে খেলা দুই ক্রিকেটারকে নেওয়া হল। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত আধিপত্য বজায় রেখেছে ২০১৮-১৯ থেকে। সেই বছর ভারত ২-১ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। একই ব্যবধানে ২০২০-২১ এ ভারত হারিয়েছিল আয়োজক দেশকে। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজ হারাতে পারেনি ।দেখা যাক এবার কি হয় ।
আইপিএলের মেগা নিলাম বাকি হাতেগোনা কয়েকটি দিন . দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলি। জল্পনা রয়েছে ক্রিকেট...
Read more
Discussion about this post