ভারতের মাটিতে ১২ বছর পর ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে রেকর্ড করল নিউজিল্যান্ড। ১২ বছর আগের ২০১২ সালে অ্যারিস্টার কুকের ইংল্যান্ড শেষবার ভারত থেকে জিতে ফিরেছিল সিরিজ। তারপরে দেশের মাটিতে বরাবর অপ্রতিরোধ্য থেকেছে ভারত। টানা ১৮ টা সিরিজ জয় । ভারতের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক অতীতে যা করে দেখাতে পারিনি সেই রাস্তায় হেঁটে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামস কে ছাড়াই। দেশের মাটিতে ভারতের একাধিপত্য ও শ্রেষ্ঠত্বের মুকুট ধরেই টান দিয়েছে কিউইরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তোলে ২৫৯রান। ভারত প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে যশস্বী ,শুভমান এবং জাদেজা ছাড়া কেউ ৩০ এর বেশি রান করতে পারেনি। নিউজিল্যান্ড করে ২৫৫ রান । ফলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫৯ রানের। ভারতের স্পিনারদের কথা মাথায় রেখে স্পিনিং ট্র্যাক বানানো হয়েছিল পুনেতে।কিন্তু এই স্পিনিং ট্র্যাক ই ভারতের কাছে বুমেরাং হয়ে ফিরে এলো। চতুর্থ ইনিংসে ভারত ২৪৫ রান তুলতে পেরেছে। দিতে হয়েছে ভারতের উল্লেখযোগ্য রান যশস্বী জয়সওয়ালের ৭৭ এবং রবীন্দ্র জাদেজার ৪২। প্রথম ইনিংস এর মত দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মিচেল স্যান্টনার । জিতের ৬টি উইকেট দখল করেন। এই টেস্টে তিনি উইকেট দখল করলেন ১৩ টি। ভারতের এই লজ্জাজনক হারে অনেকগুলি প্রশ্ন উঠে গেল। ভারতীয় ব্যাটাররা কি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে খেলতে টেস্ট খেলার ধরন ভুলে গেছে? ভারতীয় স্পিনাররা কি বল ঘোরাতে ভুলে গেছে? সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। মানসিকতার পরিবর্তন না করলে ভারতের পক্ষে জয়ে ফেরা খুব কঠিন।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post