: ডেভিড ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়ার ওপেনিং পজিশনে একটা স্পট খালি ।উসমান খোয়াজার সঙ্গে ওপেনিং কে করবেন এই নিয়ে জোর আলোচনা চলছে। ২০১৮ সালের অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে অভিষেক হয়েছিল মার্কাস হ্যারিসের ।তাকে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে দেখা দিতে পারে। দৌড়ে রয়েছেন তুলনামূলক অভিজ্ঞ ক্যামেরন ব্যানক্রফ্ট। কিন্তু সকলের থেকে এগিয়ে স্যাম কণ্টস । তাকে নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। স্যাম কন্টাস কে ভারতের বিরুদ্ধে খেলানো হতে পারে, এই নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। ভারত এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের স্কোয়াডে সে কারণে রাখা হয়েছে স্যাম কন্টাসকে। যদি অস্ট্রেলিয়া প্রাক্তন ওপেনার ক্রিস রজার্স মন্তব্য করেছিলেন, মাত্র ১৯ বছরের সাম কন্টাস কে ভারতের বিরুদ্ধে ঠেলে দেওয়া ঠিক হবে না। তাঁর ক্যারিয়ারের বড় প্রভাব ফেলতে পারে । অজি পেসার যশ হ্যাজেলউড পাল্টা বলেছিলেন, বয়স কোন বিষয়ে হতে পারে না।পাল্টা বলেছিলেন বয়স কোন বিষয়ে হতে পারে না। স্যাম কন্টাস কে নেটে বোলিং করেছেন হ্যাজেলউড। তাঁর মনে হয়েছে ,ভারতের বিরুদ্ধে স্যামকে ডেবিও করানো যেতেই পারে । কোচের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ভারতের বিরুদ্ধে অভিষেক হতে পারে স্যাম কন্টাসের। বছরের শুরুতেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন স্যাম কন্টাস। সদ্য শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের এই ক্রিকেটার দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। তাকেই ওপেনার হিসেবে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়া কোচ ম্যাকডোনাল্ড। ট্রফিতে চার নম্বরে ব্যাট করবেন কোথায় পরিষ্কার অভিষেক যেন সময়ের অপেক্ষা। ভারত অস্ট্রেলিয়া বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের দল ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। ভারত এ দলের বিরুদ্ধে ম্যাচে পারফরমেন্সেও নজর রাখা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post