চলতি বছরে ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়। সেইদিনেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। গোটা বিশ্বের মানুষ সাক্ষি থেকেছেন সেই দিন। রামমন্দির উদ্বোধনের পর এই প্রথম আলোর উৎসব। এইবার সাড়ম্বরে অযোধ্যায় পালিত হবে দিপাবলী। এইবারের দিপাবলীকে বিশেষ গুরত্বপূর্ণ বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এইবারের দিপাবলী নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৫০০ বছর পরে ভগবান রাম তাঁর জন্মভিটেতে দীপাবলি পালন করবেন। তাই এইবার উৎসব বিশেষভাবে গুরত্বপূর্ণ। পালন করা হবেও মহা আড়ম্বরে।
মঙ্গলবার ধনতেরাস উপলক্ষ্যে গোটা দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিয়োর মাধ্যমে এই শুভেচ্ছা বার্তায় তিনি জানান, এইবার দিপাবলী আমরা উদযাপন করব। এইবার দিপাবলী ঐতিহাসিক। ৫০০ বছর পর ভগবান রাম তাঁর নিজের জন্মভিটেতে দিপাবলী পালন করবেন। অযোধ্যায় রামমন্দিরে উপবিষ্ট হবেন। আমরা প্রত্যেকেই তার সাক্ষি হতে চলেছি। এছাড়া তিনি আরও যোগ করেন, বহু প্রজন্ম এই দিপাবলীর জন্য অপেক্ষা করেছে। এরজন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তবে আমরা অর্থাৎ বর্তমান প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান। এইবারে সেই দিপাবলী পালনে সাক্ষি হতে চলেছি।
উল্লেখ্য, এই অযোধ্যায় মহা ধুমধামের সঙ্গে পালন হতে চলেছে দিপাবলী। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। মন্দির কর্তৃপক্ষ উদযাপনের জন্য সমস্ত রকম ব্যবস্থা করছে। রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম দিপাবলী। সেজে উঠছে অযোধ্যা। স্বাভাবিকভাবেই অযোধ্যা-সহ গোটা দেশের মানুষের কাছে অত্যন্ত গুরত্বপূর্ণ।
Discussion about this post