বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১০ আইপিএল ফ্রাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ জন খেলোয়াড় কে ধরে রাখতে পারে .।তাই ‘রিটেনশন’ বা ‘রাইট টু ম্যাচ’ ওরফে আর টি এম ব্যবহার করে তা করতে পারবে ।রিটেন এবং আরটিএম এর জন্য ফ্রাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। ৬ জন খেলোয়ারের মধ্যে সর্বাধিক পাঁচজন ক্যাপড খেলোয়াড় এবং সর্বাধিক দুজন আনক্যাপড খেলোয়াড় থাকতে পারবে ।আগামী ৩১ অক্টোবরের ভেতর ১০ দলকে খেলোয়াড় ধরা ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে।। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং নাম ধরে ধরে জানিয়ে দিলেন কোন ছজন তারকাকে ধরে রাখবে তিনবারের উপযোগীরা এক্ষেত্রে ভাজ্জি নিজের মত প্রকাশ করেছেন আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে ।চার মাস হতে চলল আইপিএল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চলতি বছর কেকেআর তাদের তৃতীয় শিরোপা জিতেছে। আলোচনায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পরের মরসুম নিয়ে। হরভজন সিং বলেন কেকেআর পুরো মরশুম আধিপত্য বজায় রেখে খেলেছে তাদের পক্ষে কাউকে ছেড়ে দেওয়া বা ধরে রাখা রীতিমতো কঠিন হবে। তবে প্রসঙ্গ যখন সীমিত খেলোয়ার কে তারা ধরে রাখতে পারবে ।আমাকে যদি কেকেআরের জন্য ছয় জন খেলোয়ারকে বেছে নিতে হত তাহলে আমি মনে করি শ্রেয়াস আইআর ,।ফিল সল্ট, সুনীল নারিন, আন্দ্রে রাসেলের কথা বলব অবশ্যই আমি বাঁচিয়ে রাখবো রিঙ্কু সিং কে আর একজন হবে আনক্যাপড রমণদীপ সিং। চলতি বছর আইপিএলের শুরুর দিকে একেবারেই ছন্দেছিলেন না তিনি সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত অজি পেশার মিছিল স্টার্ট কে নিয়ে সবাই বারবার বলেছিল যে বোলারের বায়োডাটা আইপিএল খেলার সেভাবে অভিজ্ঞতা নেই। তার জন্য আর যাই হোক ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করার কোন মানেই হয়নি কলকাতার নাইট রাইডার্স এর। তবে লীগ যত বাড়াতে থাকে স্টার্ট ততই কলেজ ছেড়ে বেরিয়ে আসে তিনি ১৩ ম্যাচে ১৭টি উইকেট তুলে নিজের জাত চিনিয়ে দেন ।তবে স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। কেকেআর সম্ভবত এত টাকার কথা ভেবেই অজি পেসার কে ছেড়ে দেবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post